‘বেদের মেয়ে জোসনা’ সিনেমায় রাজকুমার চরিত্রে অভিনয় করে বিপুল খ্যাতি অর্জন করেছিলেন ইলিয়াস কাঞ্চন। বেদের মেয়ের সেই রাজকুমারের নেতৃত্বে আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’।
শুক্রবার আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো দলটি। রাজধানীর একটি তারকা হোটেলে দলের রূপরেখা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানালেন অভিনেতা ও নিরাপদ সড়ক আন্দোলনের পথিকৃৎ এই শিল্পী।
দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘৩২ বছর ধরে আমি নিরাপদ সড়ক চাই আন্দোলন করে আসছি। এই ৩২ বছরে যে কয়টি সরকার আমি পেয়েছি, সেই সরকারগুলোর কাছ থেকে কোনো ধরনের সাহায্য-সহযোগিতা পাইনি। ফলে আমার নিরাপদ সড়ক আন্দোলন চালিয়ে যেতে অনেক কষ্ট করতে হয়েছে। নিরাপদ সড়ক আন্দোলনের ৩২ বছরে আমি বিভিন্ন দেশে সভা-সেমিনারে অংশগ্রহণ করেছি। সেসব সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে আমি যেটুকু জানতে পেরেছি, সেটি হলো, সরকারের সহযোগিতা ছাড়া সড়ক নিরাপদ করা সম্ভব নয়। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সম্ভব নয়।’
রাজনৈতিক সমর্থণ না পেয়েই তবে নিজেই খুললেন রাজনৈতিক দল, যা তার আন্দোলনকে বেগবান করবে বলে মনে করছেন দলটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ‘আমি নিরাপদ সড়ক চাই আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এ দেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আপনাদের জন্য ও এ দেশের জন্য সততার সঙ্গে কাজ করতে চাই।’
‘জনতা পার্টি বাংলাদেশ’ দলের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ও এর সেক্রেটারি জেনারেলের দায়িত্বে রয়েছেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ। ভাইস চেয়ারম্যান হিসেবে যুক্ত হচ্ছেন সাবেক উপমন্ত্রী গোলাম সারওয়ার মিলন।
১৯৭৭ সালে সুভাষ দত্তর ‘বসুন্ধরা’ সিনেমার মধ্যদিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় ইলিয়াস কাঞ্চনের। পরে ইলিয়াস কাঞ্চন অভিনীত ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমাটি এ দেশের চলচ্চিত্রে ইতিহাস সৃষ্টি করেছিল। তোজাম্মেল হক বকুল পরিচালিত এ সিনেমা ১৯৮৯ সালে মুক্তি পায়। এতে বেদের মেয়ের ভূমিকায় অভিনয় করেন অঞ্জু ঘোষ এবং তার বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা হিসেবে বিবেচিত এটি। ‘বাবা আমার বাবা’ ও ‘মায়ের স্বপ্ন’ নামে দুটি সিনেমা পরিচালনাও করেছিলেন।
ইলিয়াস কাঞ্চন অভিনীত সিনেমাগুলোর মধ্যে ‘আঁখি মিলন’, ‘ভেজা চোখ’, ‘মাটির কসম’, ‘নীতিবান’, ‘সহযাত্রী’, ‘প্রেমপ্রতিজ্ঞা’, ‘গাড়িয়াল ভাই’, ‘বাঁচার লড়াই’, ‘খুনি আসামি’ উল্লেখযোগ্য। দীর্ঘদিন তিনি সিনেমায় অভিনয় থেকে দূরে আছেন। মাঝে ছোটপর্দার একটি নাটকে দেখা গিয়েছিল তাকে।
১৯৫৬ সালের ২৪ ডিসেম্বর কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া গ্রামে জন্ম ইলিয়াস কাঞ্চনের। ১৯৯৩ সালে সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যুর পর থেকে ইলিয়াস কাঞ্চন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) নামে একটি সামাজিক আন্দোলন চালিয়ে আসছেন। অতীতে বহুবার তাকে রাজনীতিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। এবারই প্রথম তিনি সরাসরি একটি রাজনৈতিক দলের নেতৃত্বে আসছেন।
শেখ হাসিনা সরকারের পতনের পর এ বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সাড়ে ছয় মাসে দেশে প্রায় ২২টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। সেই তালিকায় আজ থেকে যুক্ত হলো অভিনেতার নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’।
More Stories
খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সকল অনুরোধ পূরণ করছে সরকার: প্রেস সচিব
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত তার পরিবারের সকল অনুরোধ অন্তর্বর্তী সরকার পূরণ করছে বলে জানিয়েছেন...
জুলাই আন্দোলনে নিহত ১৮২ মরদেহ উত্তোলন শুরু রোববার
জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের মরদেহ উত্তোলনের প্রক্রিয়া শুরু হচ্ছে রোবিবার (৭ ডিসেম্বর)।...
ভারতে হাসিনার অবস্থান নিয়ে জয়শঙ্কর বললেন— সিদ্ধান্ত তাকেই নিতে হবে
ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে অবস্থান করা নিয়ে মুখ খুলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী...
কেউ যেন আমাদের ওপর কোনো দাদাগিরি করতে না আসে: ডা. শফিকুর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা ভয় করি শুধু আল্লাহ তায়ালাকে। বাকি যাদের কথা বলেন, তাদেরকে আমরা...
পারস্পরিক বোঝাপড়ায় বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে যাবে: প্রণয় ভার্মা
বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার মধ্য দিয়ে আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয়...
ছাত্রশক্তির নেত্রী জেদনীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বিয়ে করেছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী...
