Read Time:1 Minute, 40 Second

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬ দশমিক ৭৩ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। প্রবাসী আয় (রেমিট্যান্স) ও বৈদেশিক মুদ্রার সঞ্চয়ের ওপর ভর করে বেড়েছে এই রিজার্ভ। রোববার (২০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের এ তথ্য জানিয়েছেন।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, দেশে এখন রিজার্ভ বিপিএম-৬ হিসেবে দুই হাজার ১৩৯ কোটি ডলার। তবে ব্যয়যোগ্য রিজার্ভ এক হাজার ৭০০ কোটি ডলারের ঘরে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের মোট রিজার্ভ দুই হাজার ৬৭৩ কোটি ডলার।

এর আগে, গত মঙ্গলবার বিপিএম-৬ হিসেবে রিজার্ভ ছিল দুই হাজার ১১৭ কোটি ডলার। আর বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের মোট রিজার্ভ দুই হাজার ৬৫১ কোটি ডলার।

রিজার্ভ বাড়ানো প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, আইএমএফের কাছ থেকে ঋণ পেতে হলে নিট রিজার্ভ নির্ধারিত লক্ষ্যমাত্রায় থাকতে হবে, যা জুনের মধ্যেই অর্জন করতে হবে। আশা করছি, আইএমএফের শর্ত জুনের মধ্যে পূরণ করতে সক্ষম হবে।

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির প্রস্তাবে একমত বিএন‌পি
Next post সৌদিতে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
Close