দেশ ও জাতির কল্যাণে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (১১ এপ্রিল) সকালে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, অহেতুক কোনো বিলম্ব না করে জাতির প্রত্যাশা পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচনের তারিখ ও রোডম্যাপ ঘোষণা করা উচিত।
সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাসুম, সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ ও মাওলানা মুহাম্মদ শাহজাহান। দারসুল কুরআন পেশ করেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক অধ্যাপক ড. মাওলানা সাইয়্যেদ আবু নোমান।
বক্তব্যে অধ্যাপক পরওয়ার বলেন, পলাতক স্বৈরাচাররা দেশে গুজব ও অপপ্রচার চালাতে পাচার করা টাকা ব্যবহার করছে। আন্তর্জাতিক মহলেও তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।
তিনি বলেন, ইসরায়েল নারকীয় গণহত্যার মাধ্যমে পৃথিবীর মানচিত্রে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। নারী-শিশুসহ ফিলিস্তিনিদের হত্যা করে তারা বর্বরতার নতুন ইতিহাস রচনা করছে। বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে এই রাষ্ট্রকে প্রতিহত করতে হবে।
এসময় তিনি জাতিসংঘ ও ওআইসিকে ইসরায়েলকে বয়কট এবং গণহত্যার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
মাওলানা আবু তাহের বলেন, ইসলামী আন্দোলনের ইতিহাস শহীদ সাহাবায়ে কেরামের রক্ত-আত্মত্যাগে গড়া। সেই পথেই আজ জামায়াত এগিয়ে চলেছে, তাই তারা বারবার ষড়যন্ত্রের শিকার।
ড. আজাদ বলেন, জনগণের কল্যাণে কাজ করাকে অভ্যাসে পরিণত করতে হবে। সমাজ পরিবর্তনের মূল চাবিকাঠি হলো মানবিক, স্বেচ্ছাসেবামূলক ও সচেতনতা কার্যক্রমের সম্প্রসারণ।
মাওলানা শাহজাহান বলেন, ইসলামী অর্থনৈতিক নীতিমালায় ন্যায়বিচার ও স্থিতিশীলতা নিশ্চিত হয়। মোয়ামেলাতের শিক্ষা সমাজে নৈতিক ভিত্তি তৈরি করে।
সভাপতির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, জামায়াত কোনো অস্পষ্ট কর্মসূচি নিয়ে ক্ষমতায় যেতে চায় না। নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক উপায়েই আমরা দেশ পরিচালনার দায়িত্ব নিতে চাই।
More Stories
লন্ডনে তারেক রহমানের বাসায় গিয়েছিলেন জামায়াত আমির!
জামায়াতে ইসলামী নেতাদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনে সাক্ষাৎ হয়েছে। তাদের মধ্যে কী আলোচনা হয়েছে তা...
‘সাবধান’ করে সতর্কবার্তা দিলেন হাসনাত আব্দুল্লাহ
যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন, তাদের সতর্ক করেছেন জাতীয় নাগরিক পার্টির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় নিজের...
টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হতে পারে
রাজধানীর পূর্বাচলে প্লট জালিয়াতির অভিযোগে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে...
‘উই হ্যাভ টু মুভ ইন ফুল স্পিড’
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে সংশ্লিষ্টদের পূর্ণ উদ্যমে কাজ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক...
আনন্দ শোভাযাত্রায় প্রধান আকর্ষণ ছিল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’
পুরোনো ঐতিহ্য ও স্বকীয়তার পাশাপাশি লোক-শিল্প ও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বড় পরিসরে বাংলা নববর্ষ-১৪৩২ এর আনন্দ শোভাযাত্রা শুরু হচ্ছে অল্প...
ঢাকায় অনুষ্ঠিত ব্যতিক্রমধর্মী ড্রোন শো
‘নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিমকে সামনে রেখে এবারের বাংলা নববর্ষ ১৪৩২-কে স্বাগত জানিয়ে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ড্রোন...