Read Time:2 Minute, 14 Second

নববর্ষের র‌্যালিতে প্রদর্শনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তৈরি হচ্ছে পতিত স্বৈরাচারের প্রতিকৃতি। বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে এই প্রতিকৃতি।

মঙ্গলবার (৮ এপ্রিল) চারুকলা অনুষদের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের প্রতিকৃতিটি তৈরিতে ব্যস্ত থাকতে দেখা যায়।

প্রতিকৃতি তৈরির অন্যতম শিল্পী ভাস্কর্য মাহমুদুল হাসান বলেন, আমাদের এবারের নববর্ষের প্রতিপাদ্য ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। এই প্রতিপাদ্য সামনে রেখে মূলত আমরা এই প্রতিকৃতি তৈরি করছি। এবারের ত্রিমাত্রিক প্রদর্শনী উপলক্ষে আমরা স্বৈরাচারের দৈত্যাকৃতির প্রতিকৃতি, লোকজ মোটিভের বাঘ এবং মাছে-ভাতে বাঙালির ইলিশ মাছের অবয়ব রেখেছি। দর্শক, শিল্পমঞ্চ আর বস্তুর সমন্বয়ে গড়ে ওঠা স্থাপনা শিল্পের এই প্রদর্শনী থাকবে নববর্ষের বর্ণাঢ্য র‌্যালিতে।

তিনি বলেন, ভাষা আন্দোলন, নব্বইয়ের স্বৈরাচার পতন আন্দোলন, স্বাধিকার আন্দোলনসহ সব আন্দোলনে আমরা শিল্পীরা আমাদের কাজ দিয়ে অংশগ্রহণ করেছি। মূলত তারই ধারাবাহিকতায় এবারের আয়োজনে বিষয়টি চলে এসেছে। ১২ এপ্রিলের মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে বলে জানান তিনি।

দৈত্যাকৃতির প্রতিকৃতির পরিকল্পনা কীভাবে এসেছে জানতে চাইলে চারুকলা অনুষদের ডিন ড. আজহারুল ইসলাম বলেন, নববর্ষ উদযাপন কমিটি, অনুষদের বর্তমান-সাবেক শিক্ষার্থী ও শিক্ষকরা সম্মিলিতভাবে এমন একটি প্রতিকৃতি প্রদর্শনীর সিদ্ধান্ত নিয়েছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন পিটার হাস
Next post নাসার সঙ্গে বাংলাদেশের চুক্তি, মহাকাশ গবেষণায় নতুন অধ্যায়ের সূচনা
Close