শামসুল আরিফীন বাবলু
রোজা শেষে ঈদ’কে স্বাগত জানাতে লস এঞ্জেলেসে লিটিল বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে চাঁদরাত উপলক্ষ্যে এক ঈদ মেলার আয়োজন করা হয়। ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশী’র এক বিশাল মুসলিম জনগোস্টি দীর্ঘ একমাস ধরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সিয়াম পালনের পর চাঁদরাত উদযাপনে চার্চ অব সাইন্টোলজী, লস এঞ্জেলেসে শত শত মানুষের ঢল নামে। গত শনিবার (২৯শে মার্চ ২০২৫) বিকাল ৬টা থেকেই সাইন্টোলজী প্রাঙ্গন অর্থাৎ এল রন হব্বার্ড স্ট্রিটে সারি করে সাজানো রকমারী পন্যের স্টলের আনাচে কানাচে পরিবার, বন্ধু-বান্ধবসহ লোকজনে ভর্তি হয়ে যায়।
এল রন সিট্রিটে সারিবদ্ধ স্টলের মাঝখানে মেলা পরিচালনার একটা প্রশাসনিক বুত থেকে বিকাল ৬:৩০মিনিট থেকে পবিত্র কোরআনে কালাম তেলাওয়াত শরু করেন জনাব ক্বারী মোহাম্মদ বেলাল এবং ইফতারীর পূর্ব মুহুর্তে তেলাওয়াত শেষে দোয়া পরিচালনা করেন।
স্থানীয় সময়ানুযায়ী সন্ধ্যা ৭:১৩মিনিটে স্ট্রিটের উম্মুক্ত স্থানে হঠাৎ মাইকে আজানের ধ্বনি ‘আল্লাহু আকবার’ বেজে উঠলে উপস্থিত সকলেই অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। কারন ক্যালিফোর্নিয়ায় এই প্রথম মাইকে খোলা স্থানে দাঁড়িয়ে আজান’র সুর, এ যেন এক ছিল ঐতিহাসিক মুহুর্ত।
মেলায় আগত অতিথিবৃন্দকে ‘দেশী স্বাদ’র সৌজন্যে ইফতারী সরবরাহ করাহয়। এরপর স্ট্রিটেই সকলে মিলে জামায়াতে মাগরিবের নামাজ আদায় করেন।
এদিকে সাইন্টোলজী’র লেবানন হলে পূর্বপ্রস্তুতি থাকায় সন্ধ্যা ৭:৪০মি.এ সুফী কবি কাজী নজরুল ইসলামের লেখা সেই অমর গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে…ঈদ’ গাওয়ার মধ্যদিয়ে শুরু হলো জম্পেস সাংস্কৃতিক সন্ধ্যা। শিশু-কিশোর, তরুন, প্রৌঢ়, বৃদ্ধ-বৃদ্ধাদের উপছে পড়া ভিড়ে যেন হলও নেচেছিল সেদিন। এরপর শুরু হয় শিশু কিশোরদের নৃত্য, গান, আন্তর্জাতিক ছাত্র সংগঠনের শিল্পীদের গান ছাড়াও পেশাদার শিল্পীদের গান নিয়ে সাংস্কৃতিক পর্ব চলে রাত ১০টা পর্যন্ত। বাচন ভঙ্গীতে দর্শক ধরে রাখার দুই যাদুকর লস এঞ্জেলেসের সবচেয়ে জনপ্রিয় উপস্থাপক-উপস্থাপিকা জনাব মিঠুন ও সাজিয়া হক মিমি’র চৌকস উপস্থাপনায় দর্শক ছিল মুগ্ধতায় পলকহীন।
আবার এল রন স্ট্রিটে পাল্লাদিয়ে মেলায়ও ছিল লোকে লোকারণ্য! শিশু কিশোর আর তরুণীরা ছিল হাতে মেহেদী রাঙাতে ব্যস্ত, কেউবা ছিল বিভিন্ন পসরা সাজানো দোকানের ক্রেতা, আবার বিভিন্ন বয়সের দলে দলে আড্ডা, শিশু কিশোরদের ছুটাছুটি, কিংবা ঘুরাঘুরির মাঝে পরিচিত জনের সাথে কুশল বিনিময়ের দৃশ্য, এমনকি বিভিন্ন সুস্বাদু খাবারের স্টলেও ভোজন রসিক বাঙ্গালীর উপছে ভিড়!
লস এঞ্জেলেসের সংস্কৃতি মনা মানুষের আড্ডা ছিল ‘Beyond Films’র স্টলে। সর্বোপরি সর্বস্তরের মানুষের উপস্থিতিই চাঁদরাতকে করে তুলেছিল প্রাণবন্ত ও উৎসবমূখর।
উল্লেখ্য মেলার শেষের দিকে রাফেল ড্র’তে কিছু সৌভাগ্যবানরা আকর্ষনীয় পুরস্কার জিতে নেন।
পরিশেষে চাঁদরাত উদযাপনে লিটিল বাংলাদেশ কমিউনিটি’র পক্ষে জনাব মোমিনুল হক বাচ্চু এবং শফিউল আলম বাবু মেলায় আগত অতিথি বৃন্দকে ধনাবাদ জ্ঞাপন করেন এবং সাইন্টোলজী কতৃপক্ষকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
More Stories
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় গিয়াস উদ্দিন মিয়া (৪৬) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় তার দুই ছেলে সিয়াম...
৫ বাংলাদেশিসহ ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে মিছিল করার অপরাধে পাঁচ বাংলাদেশিসহ চার শতাধিক বিদেশি শিক্ষার্থীর ‘স্টুডেন্ট ভিসা’ বাতিল করেছে যুক্তরাষ্ট্র।...
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে এক মাসে এতো রেমিট্যান্স এসেছে
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক মাসে রেমিট্যান্স এসেছে। গত মার্চ মাসে রেমিট্যান্স এসেছে তিন বিলিয়ন (৩০০ কোটি)...
মিয়ানমারে বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন : রাষ্ট্রদূত
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ...
জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া’র ইফতার
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা ডেস্ক যুক্তরাস্ট্রে বসবাসরত বৃহত্তর সিলেটিদের সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল...
ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, আটক ১৫ বাংলাদেশি
ক্রিকেটার সেজে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টাকালে ১৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) তাদের আটক...