Read Time:2 Minute, 17 Second

অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এখন শেখ হাসিনার মতো একটি সুর শোনা যাচ্ছে। যারা বলছেন দেশের উন্নয়ন করছি, দেশের মানুষের জন্য কাজ করছি, দেশকে সামনের দিকে এগিয়ে নিচ্ছি। তাদের বলতে চাই, ‘সরি, এটা আপনাদের দায়িত্ব না। আপনারা দ্রুত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুন।’

চট্টগ্রাম ক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইফতার মাহফিল ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, শেখ হাসিনার পলায়নের পর দেশের মানুষের মনোজগতে যে বিশাল পরিবর্তন এসেছে, তা রাজনীতিবিদসহ সবাইকে ধারণ করতে হবে। মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশকে গঠন করতে হবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর নতুন বাংলাদেশ, নতুন রাজনীতি, নতুন যে প্রত্যাশা সেটা সবাইকে অনুধাবণ করতে হবে। গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে। আর দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। এ জন্য সুন্দর একটা নির্বাচন করতে হবে। এর মধ্য দিয়ে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে।

তিনি বলেন, বিএনপি ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। বিএনপি ও সসমনা দলগুলো যুগপৎ আন্দোলন করেছে। এখন যে সংস্কারের কথা বলা হচ্ছে, জাতীয় সরকারের মাধ্যমে সেটা বাস্তবায়ন করা হবে।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর প্রমুখ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post নির্বাচনের পরে সংস্কার হবে না: নাহিদ ইসলাম
Next post চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রোববার
Close