Read Time:2 Minute, 15 Second

পূর্বাচল নিউ টাউন প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (১২ জানুয়ারি) দুদকের মহাপরিচালক আখতার হোসেন সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

আখতার হোসেন জানান, প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার এবং অনিয়মের অভিযোগে শেখ হাসিনা ও পুতুলের বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি তাদের পরিবারের আরো চার সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান চলছে।

পরিবারের যাদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে, তারা হলেন—শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিক।

অভিযোগে বলা হয়, শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে রাজনৈতিক বিবেচনায় পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দ করেছেন। বরাদ্দকৃত প্লটগুলোর মধ্যে রয়েছে শেখ হাসিনার নিজের নামে এবং জয়, পুতুল, রেহানা, ববি ও আজমিনা সিদ্দিকের নামে মোট ছয়টি প্লট।

এই ছয়টি প্লট পূর্বাচল নিউ টাউন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক অঞ্চলে অবস্থিত, যেখানে প্রত্যেক প্লটের আকার ১০ কাঠা। সব মিলিয়ে ৬০ কাঠা জমির এই বরাদ্দকে ঘিরেই অনিয়মের অভিযোগ উঠেছে।

দুদক জানিয়েছে, অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে এবং অনুসন্ধান প্রক্রিয়া শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post সীমান্তে বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতা আশা করে ভারত: প্রণয় ভার্মা
Next post চলতি বছরেই নির্বাচন জরুরি, ইইউকে খসরু
Close