ঢাকার জাতীয় প্রেস ক্লাবে কায়েদ ই আযম মুহাম্মদ আলী জিন্নাহর ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। নবাব সলিমুল্লাহ একাডেমির আয়োজনে মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এই সেমিনারে বক্তারা কায়েদ ই আযমের জীবনের নানা দিক ও বাংলাদেশের ইতিহাসে তার অবদান নিয়ে আলোচনা করেন।
সেমিনারে নাগরিক পরিষদের আহ্বায়ক মো. শামসুদ্দিন বলেন, আমরা ১৯৪৭ সালে প্রথম মুসলিম দেশ হিসেবে স্বাধীন হয়েছি, আর এ জন্য কায়েদ ই আযমকে ধন্যবাদ জানাই। তিনি বলেন, ১৯৪৭ সালে কায়েদ ই আযম না আসলে বাংলাদেশে শিল্প-কারখানা গড়ে উঠত না।
তিনি আরো জানান, অপারেশন সার্চ লাইটের আগে ভারতের পক্ষ থেকে উর্দু ভাষীদের ওপর হামলা চালানো হয়েছিল। তারা চেয়েছিল, উর্দু ভাষীদের হত্যা করতে পারলে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তিনি উর্দুভাষী জনগণের পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যাদের ভূমিকার জন্য বাংলাদেশে শিল্প-কারখানা গড়ে ওঠে।
গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে এই প্রচার করেছে যে ভারত ছাড়া বাংলাদেশ স্বাধীন হতো না, যা সম্পূর্ণ মিথ্যা। ভারত শুধু চেয়েছিল, বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে যাক। তিনি আরো বলেন, গত ১৫ বছর ধরে বাংলাদেশে মুহাম্মদ আলী জিন্নাহর নাম বলা নিষিদ্ধ ছিল। এই পরিস্থিতি সৃষ্টি করেছিল আওয়ামী লীগ, যাতে তাদের ‘জাতির পিতা’ শেখ মুজিবুর রহমানের বাইরে আর কেউ ইতিহাসে মহানায়কের মর্যাদা না পায়।
ইন্ডিয়ান বংশদ্ভূত উর্দুভাষী সংখ্যালঘু কাউন্সিলের সেক্রেটারি জেনারেল আফজাল ওয়ার্সী বলেন, শেখ মুজিবুর রহমান কখনো কায়েদ ই আযমের সমালোচনা করেননি, তাই তার মানে তিনি জিন্নাহকে শ্রদ্ধা করতেন।
তিনি আরো বলেন, ভারতের কারণে আমাদের দেশ দুটি আলাদা হয়ে গিয়েছিল। তারা আমাদের দুটি ভাইকে (বাংলাদেশ ও পাকিস্তান) যুদ্ধে জড়িয়েছে। আমরা মুসলমানরা যুদ্ধের মধ্যে মারা গেছি, এবং শেষে ভারতের তাবেদার হয়ে গিয়েছি।
জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিস বলেন, লাহোর রেভুলেশনের বাস্তবায়ন ছিল বাংলাদেশের স্বাধীনতার মূল কারণ। আমি মনে করি আমাদের জাতির পিতা বাদ দিয়ে ফাউন্ডিং ফাদার হিসেবে নবাব সলিমুল্লাহ, শেরেবাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে এই উপমহাদেশের মুসলিম স্বাধীনতার পিতামহ হিসেবে স্বীকৃতি দেয়া উচিত।
এছাড়াও সেমিনারে অন্যান্য বক্তারা কায়েদ ই আযমের জীবন, তার সংগ্রাম এবং ভারত-পাকিস্তান বিভাজনসহ নানা গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আলোচনা করেন।
এতে আগে ১১ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মুহাম্মদ আলী জিন্নাহর ৭৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল।
More Stories
লন্ডনে তারেক রহমানের বাসায় গিয়েছিলেন জামায়াত আমির!
জামায়াতে ইসলামী নেতাদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনে সাক্ষাৎ হয়েছে। তাদের মধ্যে কী আলোচনা হয়েছে তা...
‘সাবধান’ করে সতর্কবার্তা দিলেন হাসনাত আব্দুল্লাহ
যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন, তাদের সতর্ক করেছেন জাতীয় নাগরিক পার্টির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় নিজের...
টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হতে পারে
রাজধানীর পূর্বাচলে প্লট জালিয়াতির অভিযোগে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে...
‘উই হ্যাভ টু মুভ ইন ফুল স্পিড’
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে সংশ্লিষ্টদের পূর্ণ উদ্যমে কাজ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক...
আনন্দ শোভাযাত্রায় প্রধান আকর্ষণ ছিল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’
পুরোনো ঐতিহ্য ও স্বকীয়তার পাশাপাশি লোক-শিল্প ও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বড় পরিসরে বাংলা নববর্ষ-১৪৩২ এর আনন্দ শোভাযাত্রা শুরু হচ্ছে অল্প...
ঢাকায় অনুষ্ঠিত ব্যতিক্রমধর্মী ড্রোন শো
‘নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিমকে সামনে রেখে এবারের বাংলা নববর্ষ ১৪৩২-কে স্বাগত জানিয়ে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ড্রোন...