ঢাকার জাতীয় প্রেস ক্লাবে কায়েদ ই আযম মুহাম্মদ আলী জিন্নাহর ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। নবাব সলিমুল্লাহ একাডেমির আয়োজনে মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এই সেমিনারে বক্তারা কায়েদ ই আযমের জীবনের নানা দিক ও বাংলাদেশের ইতিহাসে তার অবদান নিয়ে আলোচনা করেন।
সেমিনারে নাগরিক পরিষদের আহ্বায়ক মো. শামসুদ্দিন বলেন, আমরা ১৯৪৭ সালে প্রথম মুসলিম দেশ হিসেবে স্বাধীন হয়েছি, আর এ জন্য কায়েদ ই আযমকে ধন্যবাদ জানাই। তিনি বলেন, ১৯৪৭ সালে কায়েদ ই আযম না আসলে বাংলাদেশে শিল্প-কারখানা গড়ে উঠত না।
তিনি আরো জানান, অপারেশন সার্চ লাইটের আগে ভারতের পক্ষ থেকে উর্দু ভাষীদের ওপর হামলা চালানো হয়েছিল। তারা চেয়েছিল, উর্দু ভাষীদের হত্যা করতে পারলে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তিনি উর্দুভাষী জনগণের পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যাদের ভূমিকার জন্য বাংলাদেশে শিল্প-কারখানা গড়ে ওঠে।
গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে এই প্রচার করেছে যে ভারত ছাড়া বাংলাদেশ স্বাধীন হতো না, যা সম্পূর্ণ মিথ্যা। ভারত শুধু চেয়েছিল, বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে যাক। তিনি আরো বলেন, গত ১৫ বছর ধরে বাংলাদেশে মুহাম্মদ আলী জিন্নাহর নাম বলা নিষিদ্ধ ছিল। এই পরিস্থিতি সৃষ্টি করেছিল আওয়ামী লীগ, যাতে তাদের ‘জাতির পিতা’ শেখ মুজিবুর রহমানের বাইরে আর কেউ ইতিহাসে মহানায়কের মর্যাদা না পায়।
ইন্ডিয়ান বংশদ্ভূত উর্দুভাষী সংখ্যালঘু কাউন্সিলের সেক্রেটারি জেনারেল আফজাল ওয়ার্সী বলেন, শেখ মুজিবুর রহমান কখনো কায়েদ ই আযমের সমালোচনা করেননি, তাই তার মানে তিনি জিন্নাহকে শ্রদ্ধা করতেন।
তিনি আরো বলেন, ভারতের কারণে আমাদের দেশ দুটি আলাদা হয়ে গিয়েছিল। তারা আমাদের দুটি ভাইকে (বাংলাদেশ ও পাকিস্তান) যুদ্ধে জড়িয়েছে। আমরা মুসলমানরা যুদ্ধের মধ্যে মারা গেছি, এবং শেষে ভারতের তাবেদার হয়ে গিয়েছি।
জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিস বলেন, লাহোর রেভুলেশনের বাস্তবায়ন ছিল বাংলাদেশের স্বাধীনতার মূল কারণ। আমি মনে করি আমাদের জাতির পিতা বাদ দিয়ে ফাউন্ডিং ফাদার হিসেবে নবাব সলিমুল্লাহ, শেরেবাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে এই উপমহাদেশের মুসলিম স্বাধীনতার পিতামহ হিসেবে স্বীকৃতি দেয়া উচিত।
এছাড়াও সেমিনারে অন্যান্য বক্তারা কায়েদ ই আযমের জীবন, তার সংগ্রাম এবং ভারত-পাকিস্তান বিভাজনসহ নানা গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আলোচনা করেন।
এতে আগে ১১ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মুহাম্মদ আলী জিন্নাহর ৭৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল।
More Stories
সচিবালয়ে অগ্নিকাণ্ড: আগের কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন
সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করতে আগের কমিটি বাতিল করে নতুন করে আট সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায়...
সচিবালয়ে আগ্নিকাণ্ডে বেড়িয়ে আসছে যেসব দুর্বলতা
বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তাব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করছেন দায়িত্বরত পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। চলতি বছরের শুরুতেই পুলিশের পক্ষ...
ভারত বন্ধুবেশে এসে ৫৩ বছর বাংলাদেশে ডাকাতি করেছে: জামায়াতের আমির
ভারত বন্ধুবেশে এসে ৫৩ বছর বাংলাদেশে ডাকাতি করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৫...
আনিসুল-সালমান-জিয়াকে ‘রক্ষার চেষ্টা’, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হত্যার ঘটনায় হওয়া দুটি মামলার তদন্ত প্রতিবেদনে তিন আলোচিত...
বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন, সতর্কতা জারি
বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও জঙ্গি তৎপরতা বৃদ্ধির আশঙ্কায় ভারত অতিরিক্ত সতর্কতা জারি করেছে। সম্প্রতি দক্ষিণবঙ্গের তিনটি স্পর্শকাতর জেলার...
নারীকে পুড়িয়ে ‘তাপ নিচ্ছিলেন’ যুবলীগ নেতার ছেলে
শীতের সকালে জ্বলছে আগুন। চুরি করে আনা হাঁস পোড়াচ্ছিল বলে সন্দেহ স্থানীয়দের। এ নিয়ে কথা-কাটাকাটি হলে হত্যা মামলায় ফাঁসানোর হুমকি...