বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা ভারত থেকে অপপ্রচার চালিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করছে। প্রচার করা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষদের ওপর নির্যাতন করা হচ্ছে। যা সত্য নয়। প্রকৃত পক্ষে বাংলাদেশে যে সম্প্রীতি আছে তা ভারতেও নেই। বিএনপি ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষের স্বাধীনতা নিশ্চিত করা হবে।
রোববার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার শিবগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ১৫ বছর অত্যাচার, নির্যাতন সহ্য করে বিএনপি একটি পরিবেশ তৈরি করেছে। ছাত্ররা সাহস করে রুখে দাঁড়িয়েছে যার কারণে শেখ হাসিনা পালিয়ে গেছে। যার জন্য ছাত্রদের ধন্যবাদ জানায়।
সর্ব সাধারণকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, আমরা দিন শেষে শান্তিতে ঘুমাতে চাই। ৫ আগস্ট পরিবর্তনের জন্য সবাই যেমন একত্রিত হয়েছিলেন প্রয়োজনে আবার মাঠে নামতে হবে নিজেদের অধিকার আদায়ের জন্য।
তিনি বলেন, এদেশে কোনো চাঁদাবাজের ঠায় হবে না, দখলদারদের প্রয়োজনে পুলিশের কাছে সোপর্দ করতে হবে। সাধারণ মানুষ সংস্কার বোঝে না। তারা বোঝে আমি যেন আমরা ভোটটা দিতে পারি। আমার দেশে যেন শান্তি থাকে, জিনিসপত্রে দাম যেন কম হয়, মারামারি-চুরি-ডাকাতি যেন না হয়।
মির্জা ফখরুল বলেন, আমরা ভোট চাচ্ছি এ জন্য যে, ভোটটা দিতে পারলে আমরা আমাদের সঠিক লোক নির্বাচন করতে পারব। সেই লোক পার্লামেন্টে গিয়ে দেশের জন্য ভালো কাজ করবেন। আমাদের দেশটাকে সঠিকভাবে সাজিয়ে দেবেন।
বিএনপি মহাসচিব আরও বলেন, আমাদের জন্য একটি সুযোগ তৈরি হয়েছে। আমরা দেশকে গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে তুলব। সবার ভোটাধিকার নিশ্চিত করতে চাই। সঠিক লোক নির্বাচিত হয়ে সংসদে গেলে দেশ ও জনগণের জন্য ভালো কাজ করবেন। কৃষক যাতে ফসলের ন্যায্য মূল্য পায় সেটি নিশ্চিত করা হবে। দেশে কেউ যেন কোনো সিন্ডিকেট গড়ে তোলার সুযোগ না পায় সে বিষয়ে নজর দিতে হবে।
সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সহ-সভাপতি আল মামুন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, আব্দুল হান্নান হান্নু, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি জাহিদুল ইসলাম।
More Stories
মুক্তিযোদ্ধাকে হেনস্তার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির বিক্ষোভ
বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত ও জুতার মালা পরানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপি।...
‘শেখ হাসিনা দেশে ফিরবেন কেবল ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য’
অন্তর্বর্তী সরকারের তথ্য, সম্প্রচার ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে আসবেন বিচারের মুখোমুখি হওয়ার জন্য, ফাঁসির...
শেখ পরিবারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের তদন্ত, যা জানা যাচ্ছে
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে ৫০০...
শেখ হাসিনাকে প্রত্যর্পণের চিঠি গ্রহণ করেছে ভারত
ছাত্র-জনতার নজিরবিহীন অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পাঠানো কূটনৈতিক চিঠি পাওয়ার তথ্য নিশ্চিত...
চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজের পরিবর্তন হয়েছে: হাসনাত আবদুল্লাহ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে এখনো চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজের পরিবর্তন হয়েছে। দখলদারিত্বের অবসান হয়নি...
বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের ‘সম্পৃক্ততা’ পেয়েছে কমিশন
বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে তদন্ত কমিশন। দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের কার্যক্রম এবং আটক ব্যক্তিদের সম্ভাব্য পরিণতি...