Read Time:2 Minute, 6 Second

আবারো পাকিস্তানের করাচি বন্দর থেকে পণ্য নিয়ে বাংলাদেশে আসছে সেই জাহাজ। আগামী শনিবার (২১ ডিসেম্বর) জাহাজটি চট্টগ্রাম বন্দরে নোঙর করবে। গত ১১ ডিসেম্বর যাত্রা করে সেটি।

এর আগে গত ১১ নভেম্বর করাচি থেকে চট্টগ্রামে ভিড়ে পানামার পতাকাবাহী জাহাজ ইউয়ান জিয়াং ফা ঝং। সেবার ২৯৭ একক কনটেইনার আসে। এবার আসছে ৮২৫ একক কনটেইনার।

চট্টগ্রাম বন্দরে এসব নামিয়ে ফিরতি যাত্রায় ১ হাজার ২০০ একক কনটেইনার নেয়ার পরিকল্পনা রয়েছে শিপিং কোম্পানিটির। প্রথম দফায় কনটেইনারে পাকিস্তান থেকে বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য, পোশাক শিল্পের কাঁচামাল আসে। তবে এবার কি আসছে তা এখনো জানা যায়নি।

শিপিং সূত্র জানায়, দুবাইভিত্তিক কনটেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ‘ফিডার লাইনস ডিএমসিসি’ একটি কনটেইনার জাহাজ দিয়ে নতুন এ সেবা চালু করেছে। বাংলাদেশে কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান রিজেনসি লাইনস লিমিটেড এ সংস্থার বাংলাদেশে স্থানীয় প্রতিনিধি হিসেবে যুক্ত হয়েছে।

কর্ণফুলী লিমিটেডের নির্বাহী পরিচালক আনিস উদ দৌলা বলেন, প্রথম চালানের তুলনায় পাকিস্তান থেকে কন্টেইনার আমদানির সংখ্যা বেড়েছে। বর্তমানে প্রতি ৩৮ থেকে ৪২ দিনে একটি জাহাজ সংযুক্ত আরব আমিরাত থেকে করাচি হয়ে চট্টগ্রামে আসছে। কনটেইনারের পরিমাণ বাড়তে থাকলে এ রুটে জাহাজের সংখ্যা বাড়তে পারে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষে নিহত ৪
Next post বাংলাদেশের জনগণই দুই দেশের সম্পর্কের প্রধান অংশীদার: ভারত
Close