পররাষ্ট্র উপদেষ্টা তোহিদ হোসেন বলেছেন, আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই। দুই দেশের সম্পর্ক এগিয়ে যাবে নিজেদের স্বার্থ অনুযায়ী। সোমবার (২ ডিসেম্বর) বিকেল ৪টার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
কয়েকটি সীমান্ত দিয়ে ভারতীয়দের বাংলাদেশে প্রবেশের চেষ্টাকে ‘উসকানিমূলক’ বলে আখ্যা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, পরস্পরের স্বার্থ অক্ষুণ্ন রেখে ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ।
ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েন প্রসঙ্গে তোহিদ হোসেন বলেন, আমাদের অবস্থান থেকে ভারতের সঙ্গে সুন্দর সম্পর্ক চাই। অন্তরের চেয়ে স্বার্থটা বেশি গুরুত্বপূর্ণ। পরস্পরের স্বার্থটা সামনে রেখে চলা এখন মূল বিবেচ্য বিষয়। দেশের সমসাময়িক বিষয়ে কূটনীতিকদের জানার বিষয় ছিল। আমি এটা বলার চেষ্টা করিনি যে, কোথাও কোনো সমস্যা নেই। সমস্যা যা চিহ্নিত করা যাচ্ছে, আমরা সমাধানের ট্রাই করছি।
তিনি বলেন, অনেক বেশি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা ছিল। সবার সহযোগিতায় তা আমরা মোকাবিলা করতে পেরেছি। প্রতিবছর দু’-একটি ঘটনা দেশে থাকে। যারা করে, তাদের আইনের আওতায় আনা হচ্ছে। ধর্মীয় পরিচয়ের কারণে এ দেশে কেউ কোনো আক্রমণের শিকার হবে না। সেটি নিশ্চিত করেছে সরকার, আর তা করা হবেও। ব্রিফিংয়ে কূটনীতিকদের তা জানানো হয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা যে বার্তা দিতে চাই—এ সরকার কোনো সাম্প্রদায়িক কার্যক্রম বরদাস্ত করবে না। এই মেসেজটি সবাইকে দিতে চাই। এ ব্যাপারে আইন তার গতিতে চলবে। কোনো মানুষ নিজের ধর্মের কারণে ছোট হবে না, সরকার এ বিষয়ে তার অবস্থান পরিষ্কার রেখেছে, তা জানানো হয়েছে। কিছু ঘটনা ঘটেছে, তা অস্বীকার করা হচ্ছে না। তবে যারা করছে, তাদের আইনের আওতায় আনা হচ্ছে।
তিনি বলেন, মমতা ব্যানার্জি বাংলাদেশ ইস্যুতে যে বক্তব্য দিয়েছেন, তার অবস্থান থেকে এ ধরনের বক্তব্য দেয়া উচিত না। বাংলাদেশি হিন্দুদের নিয়ে ভুল ধারণা তৈরি করছে ভারতীয় গণমাধ্যমের একাংশ। সেটি পরিষ্কার করতে বিদেশি কূটনীতিকদের প্রকৃত পরিস্থিতি জানানো হয়েছে। সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে ব্রিটেনের সর্বদলীয় সংসদীয় গ্রুপ যে প্রতিবেদন দিয়েছে, সেটি একপেশে। এ নিয়ে লন্ডনের সঙ্গে কথা বলবে ঢাকা।
More Stories
আনন্দ শোভাযাত্রায় প্রধান আকর্ষণ ছিল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’
পুরোনো ঐতিহ্য ও স্বকীয়তার পাশাপাশি লোক-শিল্প ও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বড় পরিসরে বাংলা নববর্ষ-১৪৩২ এর আনন্দ শোভাযাত্রা শুরু হচ্ছে অল্প...
ঢাকায় অনুষ্ঠিত ব্যতিক্রমধর্মী ড্রোন শো
‘নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিমকে সামনে রেখে এবারের বাংলা নববর্ষ ১৪৩২-কে স্বাগত জানিয়ে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ড্রোন...
আ. লীগের মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে : সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে।’ সোমবার (১৪...
‘মার্চ ফর গাজা’য় বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ পুনর্বহালের দাবি
গাজায় ইসরাইলের আগ্রাসন ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের কর্মসূচি ‘মার্চ ফর গাজা’র ঘোষণাপত্রে বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ (ইসরাইল ব্যতীত) লেখাটি...
সরকারের একমাত্র কাজ শেখ হাসিনার বিচার করা: মৎস্য উপদেষ্টা
শেখ হাসিনার বিচার এই মাটিতে এই সরকারের আমলেই হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের একমাত্র কাজ যদি কিছু থাকে, সেটা হবে শেখ...
‘প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন’
দেশ ও জাতির কল্যাণে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক...