বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাজীপুর জেলা সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক সাংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের তুখোড় ছাত্রনেতা এ কে এম ফজলুল হক মিলনের আগমনে লস এঞ্জেলেসে ক্যালিফোর্নিয়া বি এন পি এক মত বিনিময় সভার আয়োজন করে গত ১৯ শে নভেম্বর সন্ধ্যায়। সভায় সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বি এন পি’র সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান।
অনুষ্ঠানের মধ্যমনি এ কে এম ফজলুল হক মিলন বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বিগত ১৬ বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলন যা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা জেল-জুলুম, গুম-খুন নির্যাতন সহ্য করে চালিয়ে আসছিল, তার একটি সফল পরিণতি টেনেছে এই বৈষম্য বিরোধী আন্দোলন বহু তাজা প্রাণের বিনিময়ে। এটি একটি রীলে রেসের মত।
তিনি উপদেষ্টাদের প্রতি সম্মান জানিয়ে বলেন, আপনারা গণতন্ত্রের রক্ষার জন্য এসেছেন, আমরা আপনাদের কাছে আমানত রেখেছি, লক্ষ্য রাখবেন যাহাতে আমানতের খেয়ানত না হয়।
বিগত ১৬ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রবাসীরা নিজ নিজ এলাকার নেতা-কর্মীদের যেভাবে আর্থিক সাহায্য সহযোগিতা করেছেন এর জন্য তিনি দলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, স্বৈরাচারী হাসিনা সরকার এমন দুর্নীতি করেছে যে, বাসার কাজের লোকও ৪০০ কোটি টাকার মালিক হয়ে হেলিকপ্টারে চলাফেরা করছে। ছাত্র আন্দোলনের মুখে তিনি যখন পালিয়ে যান তার সাথে যে পাসপোর্ট ছিল সেই পাসপোর্টও শহীদ জিয়ার প্রবর্তিত বাংলাদেশী জাতীয়তাবাদের বাংলাদেশী পাসপোর্ট।
তিনি আরো বলেন, আজ আমি আপনাদের সামনে এই নভেম্বর মাসে, ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস এই মাসকে ঐতিহাসিক করেছে। তিনি বলেন, ১৯৭১ সালে আমরা স্বাধীনতা পেলেও আমরা সত্যিকারভাবে স্বাধীনতা ভোগ করছি ১৯৭৫ সালের ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস এর পর থেকে। স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন দূরদর্শী স্টেটসম্যান। তার ভিশনারী দৃষ্টিতে চালু করা খাল খনন, নিরক্ষরতা দূরীকরণ, বৃক্ষরোপন ইত্যাদি বাংলাদেশের উন্নয়নে আজও চলমান।
তিনি আরো বলেন, আমি ৪০ বছর ধরে বি এন পি’র রাজনীতি করছি, আপনারাও অনেকে এই রকম দীর্ঘ সময় বাংলাদেশী জাতীয়তাবাদের রাজনীতিতে সময় দিয়েছেন। আমার বিরুদ্ধে ১১৫ টি মামলা হয়েছে, ১৬ বার জেলে গিয়েছি, শরীরে এখনও ২৬টি গুলির পিলেট আছে। মাংস কেটে এইগুলো আর বের করা সম্ভব না। আপনাদের উপরও অনেক নির্যাতন হয়েছে। ওর (নিয়াজের) আশা তো আমরা ছেড়েই দিয়েছিলাম। বক্তব্যের শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন জনাব ফজলুল হক মিলন।
ক্যালিফোর্নিয়া বি এন পি’র সাবেক সভাপতি নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, মোঃ আব্দুল বাসিত, শামসুজ্জোহা বাবলু এবং সাবেক সাধারণ সম্পাদক ডাবলু আমিন ও ডাঃ নিয়াজ মোহাইমেন সহ সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান শাহীন, সাবেক সিনিয়র সহ সভাপতি মোরশেদুল ইসলাম, সহসভাপতি সাইফুল আনসারী চপল, আফজাল হোসেন শিকদার, মার্শাল হক, অপু সাজ্জাদ, শওকত হোসেন আনজিন, হাসনাত খন্দকার, মোঃ শাহাদাত হোসেন শাহীন, যুগ্ম সম্পাদক ফারুক হাওলাদার, বদরুল আলম চৌধুরী, ইলিয়াস মিয়া, লায়েক আহমেদ, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, রফিকুজ্জামান জুয়েল, কামাল হোসেন তরুণ, মহিলা সম্পাদিকা এডভোকেট শামসুন খান লাকী, কাজল, খোরশেদ আলম রতন, ওমর ফারুক টিটু, মহিউদ্দিন বাবর, জন মোহন, ক্যালিফোর্নিয়া বি এন পি’র উপদেষ্টা খন্দকার আলম, জিয়াউর রহমান জিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান প্রমুখ অতিথিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়া বি এন পি’র বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সারা বাংলাদেশ থেকে আসা প্রবাসী সাবেক ছাত্রদল নেতাকর্মীদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।
More Stories
৫ বাংলাদেশিসহ ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে মিছিল করার অপরাধে পাঁচ বাংলাদেশিসহ চার শতাধিক বিদেশি শিক্ষার্থীর ‘স্টুডেন্ট ভিসা’ বাতিল করেছে যুক্তরাষ্ট্র।...
লস এঞ্জেলেসে লিটিল বাংলাদেশ কমিউনিটির চাঁদরাত মেলা যেমন ছিল
শামসুল আরিফীন বাবলু রোজা শেষে ঈদ’কে স্বাগত জানাতে লস এঞ্জেলেসে লিটিল বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে চাঁদরাত উপলক্ষ্যে এক ঈদ মেলার আয়োজন...
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে এক মাসে এতো রেমিট্যান্স এসেছে
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক মাসে রেমিট্যান্স এসেছে। গত মার্চ মাসে রেমিট্যান্স এসেছে তিন বিলিয়ন (৩০০ কোটি)...
মিয়ানমারে বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন : রাষ্ট্রদূত
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ...
জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া’র ইফতার
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা ডেস্ক যুক্তরাস্ট্রে বসবাসরত বৃহত্তর সিলেটিদের সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল...
ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, আটক ১৫ বাংলাদেশি
ক্রিকেটার সেজে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টাকালে ১৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) তাদের আটক...