Read Time:2 Minute, 26 Second

এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। আজ বুধবার দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন তিনি। বিচারপতিরা এজলাস ছাড়ার পর দায়িত্বরত পুলিশ সদস্যরা আসামিদের কাঠগড়া থেকে হাজতখানায় নেওয়ার জন্য যান।
এ সময় জিয়াউল আহসান তাদের বলেন, কেউ আমাকে ধরবে না, কাছেও আসবে না। তোমরা মার খেয়েছ, ভবিষ্যতে আরও খাবে। আমাকে জেলখানায় কাগজ-কলম দেওয়া হয় না। আমি লিখব। আমাকে কাগজ-কলম দিতে হবে। এ সময় তাকে বেশ উত্তেজিত ও ছটফট করতে দেখা যায়।
আমাদের শিক্ষা ব্যবস্থা চাকরিপ্রার্থী তৈরি করে: প্রধান উপদেষ্টাআমাদের শিক্ষা ব্যবস্থা চাকরিপ্রার্থী তৈরি করে: প্রধান উপদেষ্টা
আদালতের কার্যক্রম শেষে তাকে কারাগারে নিতে প্রিজনভ্যানে উঠানোর সময় কয়েকজন পুলিশ সদস্য তার দুই হাত ধরে রাখেন। এ সময় তিনি তাদের হাত ছেড়ে দিতে বলেন।
এর আগে আদালতে শুনানিকালে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন জিয়াউল আহসান। এ সময় তাকে বসাতে গেলে দায়িত্বরত পুলিশ সদস্যকে ধমক দেন তিনি। এজলাস ছাড়ার আগে জিয়াউল আহসানের আইনজীবী নাজনীন নাহার ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ করে বলেন, জিয়াউল আহসান কথা বলতে চান। এ সময় কাঠগড়া থেকে জিয়াউল আহসান বলেন, আমি কখনও আয়নাঘরে চাকরি করিনি। আমি টেকনিক্যাল দায়িত্বে ছিলাম।
গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যান নিহতগোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যান নিহত
এ সময় ট্রাইব্যুনাল বলেন, মামলার তদন্ত চলছে। আপনার আইনজীবী আছে। যা বলার আইনজীবী বলবেন। আইনজীবী বলার পর আপনার কিছু বলার থাকলে যোগ করবেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post অধ্যাদেশের খসড়া অনুমোদন: রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তির বিধান রাখা হয়নি
Next post সরিয়ে দেওয়া হলো আইজিপি ও ডিএমপি কমিশনারকে
Close