সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি নতুন অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার (১৮ নভেম্বর) এই ফোনালাপে শেখ হাসিনার কণ্ঠের মতো একজন দলের নেতাকর্মীদের সঙ্গে দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে শোনা যায়। একই সঙ্গে তিনি কিছু কঠোর বক্তব্যও দেন।
অডিও থেকে জানা যায়, সুইডেন আওয়ামী লীগের পক্ষ থেকে দেশটিতে প্রতিবাদ সভার আয়োজন করা হয় এবং সেখানে শেখ হাসিনা ফোনে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন। অনুষ্ঠানের শেষে, শেখ হাসিনাকে উপস্থিত নেতাদের মধ্যে বাবু সুভাষ ঘোষ, লিংকন মোল্ল্যা, খোকন মজুমদার, নঈম বাবু, মোহাম্মদ শহীদ, মাহবুবুর রহমান, লিমন, কবির, সাব্বিরসহ অন্যান্য নেতাদের নাম ঘোষণা করতে শোনা যায়।
অডিওর শুরুতে শেখ হাসিনার কণ্ঠে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং সমন্বয়কদের ‘খুনি’ আখ্যা দিয়ে তাদের ফোন কল রেকর্ড করার কথা বলা হয়। সেখানে শেখ হাসিনা বলেন, এই অবৈধ সরকারের অত্যাচারে সারা দেশের মানুষ জর্জরিত। তিনি আরও বলেন, কৃষক-শ্রমিকরা বেকার হয়ে গেছেন এবং শ্রমিক আন্দোলন করেছে, অথচ তাদের গুলি করে হত্যা করা হয়েছে।
শেখ হাসিনা এসময় ৭ জুলাই থেকে ছাত্রদের আন্দোলনের কথা উল্লেখ করেন এবং বলেন, ১৪ জুলাই পর্যন্ত তারা সহিংস হওয়ার আগে পর্যন্ত পুলিশের কোনো রকম সহিংস পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি দাবি করেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশ কোনো গুলি চালায়নি এবং তার নির্দেশ ছিল, পুলিশ যেন কোনো গুলি না চালায়।
এছাড়া, কোটা আন্দোলন সম্পর্কেও শেখ হাসিনার বক্তব্য শোনা যায়। তিনি বলেন, “এই কোটা তো আমিই বাতিল করে দিয়েছি। যেখানে কোনো কোটাই নাই, সেখানে আন্দোলনটা কিসের জন্যে ছিলো?” শেখ হাসিনা আরো বলেন, আন্দোলনকারীরা তাদের দাবি পূরণ হওয়ার পরেও পুনরায় আন্দোলন চালিয়ে যায় এবং তার মতে, আন্দোলনকারীদের টার্গেট ছিল তাকে হত্যা করা।
এ সময় তিনি আরো বলেন, “এখান আবার হত্যা মামলা দিয়ে বলে গণহত্যার বিচার হবে। গণহত্যার বিচার আমার না, বিচার হবে ইউনূসের।” তিনি অভিযোগ করেন যে, ইউনূস বাংলাদেশকে একটি জঙ্গি দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন এবং তিনি হত্যার সাথে জড়িত। শেখ হাসিনা বলেন, জেলখানায় থাকা জঙ্গিদের ইউনূস মুক্তি দিয়েছেন, যা থেকে তার একটি যোগসাজশ থাকার আভাস পাওয়া যায়।
অডিওতে শেখ হাসিনা দেশের অর্থনৈতিক অবস্থা নিয়েও কথা বলেন। তিনি বলেন, “শেয়ার মার্কেটের টাকা উধাও, ব্যাংকে টাকা নাই। ব্যাংকের টাকা উধাও।” পাশাপাশি তিনি দাবি করেন, “২০ লাখ মেট্রিক টন খাদ্য আমি রেখে এসেছি, ১ কোটি পরিবারের জন্যে টিসিবি কার্ড দিয়েছি।”
শেষে তিনি বলেন, দেশে চলমান অরাজকতা ও দুর্নীতির বিচার হতে বাধ্য হবে এবং সেই বিচার নিজেই করবেন। “এইসবের বিচার আমি করবোই ইনশাল্লাহ,” বলেন শেখ হাসিনা।
More Stories
সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যাতে নিরাপদে থাকে: সালাহউদ্দিন
ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখা হচ্ছে না বরে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।...
‘চারদিকে ছড়িয়ে থাকা লাখ লাখ হাদির মতো আমিও ভয় পাই না’
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা ও পরবর্তী বাংলাদেশ নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...
দেশে ফিরছেন তারেক রহমান: প্রস্তুত হচ্ছে বাড়ি-কার্যালয়
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। এ উপলক্ষে তার বাসভবন ও কার্যালয়ের সংস্কার কাজ প্রায় সম্পন্ন...
হাদির পরিবারকে সান্ত্বনা প্রধান উপদেষ্টার, সর্বোত্তম চিকিৎসার আশ্বাস
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারকে সান্ত্বনা ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর...
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, লড়াই চলছে
সুদানে সন্ত্রাসীদের হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার খুদে বার্তায় এ কথা জানায়। আইএসপিআর...
‘হাদির অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট...
