Read Time:3 Minute, 9 Second

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন আমরা একটি সহনশীল নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না। সবার সমতা থাকবে।

তিনি বলেন, ‘গরুর বাজার, সবজির বাজার, ট্রাকস্ট্যান্ড, অটোস্ট্যান্ড দখল এবং চাঁদাবাজিসহ নানা অপকর্ম করেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ। আমরা আর সেটা দেখতে চাই না। গত ১৫ বছরে তারা দেশটাকে তাদের দলীয় সম্পত্তি মনে করেছে। তারা ভেবেছে, এদেশে অন্য কারো থাকার অধিকার নেই।’

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে আমতলী উপজেলা নতুন বাজার চৌরাস্তা মোড়ে এক সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ভিপি নুর বলেন, আমাদের ত্যাগের বিনিময় আজ দেশ স্বাধীন হয়েছে।

তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সবাই ইতিবাচক হন। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাই দায়িত্ব নিন যে, বাংলাদেশে কোনো হামলা মামলা থাকবে না। সবাই মিলেমিশে বসবাস করবো আমরা।

তিনি বলেন, গণঅধিকার নতুন দল। আগামী দিনে আমরা ৩০০ আসনে প্রার্থী দেবো।এজন্য দল করা লাগবে না। প্রয়োজনে যারা এই দলের আদর্শ ও উদ্দেশ্যে বিশ্বাস করবে এবং যারা স্থানীয়ভাবে ভালো এবং গ্রহণযোগ্যতা রয়েছে, যাদের মানুষ পছন্দ করে তাদের আমরা নমিনেশন দেবো।

নুরুল হক বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে গণঅধিকার দল তৈরি হয়েছে। দেশে এখন একটা অস্থির সময় অতিবাহিত করছি। এই সময় যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে না পারি তাহলে আমাদের অর্জন ফিকে হয়ে যাবে। বৃহস্পতিবার ঢাকার মিরপুরে সেনাবাহিনীর গাড়িতে দুষ্কৃতকারীরা আগুন দিয়েছে। সামরিক বাহিনী এবং শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে কিন্তু প্রকৃত পক্ষে এই শ্রমিকদের কারা উসকানি দিয়েছে এটা আমাদের খতিয়ে দেখতে হবে।

পথসভায় বরগুনা জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- আমতলী উপজেলা আহবায়ক সাইদুর রহমান ও বরগুনা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি জামাল সিকদার সৈকত।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post শেখ পরিবারের সদস্যদের রাজনীতিতে ফেরা নিয়ে যা জানালেন তাজকন্যা
Next post সাধারণ সৈনিকেরা গুলি করতে অস্বীকার করেছিল বলেই গণ-অভ্যুত্থান সফল হয়েছে: ফরহাদ মজহার
Close