সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সাবেক এপিএস, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রাশেদুল কাওছার ভূঁইয়া জীবনকে (৫৫) গ্রেপ্তার করেছে ঢাকার পল্টন থানা পুলিশ।
শনিবার (১৯ অক্টোবর) রাতে ঢাকার কাকরাইল এলাকার একটি হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাশেদুল কাওছার ভূঁইয়া জীবনকে ঢাকার পল্টন থানার একটি হত্যা মামলা সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে রবিবার (২০ অক্টোবর) সকালে ১০ দিনের রিমান্ড চেয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে পুলিশ।
রাশেদুল কাওছার ভূঁইয়া জীবন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের কোনাঘাটা গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস ছিলেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, রাশেদুল কাওছার জীবন ঢাকায় বসবাস করতেন। শনিবার রাতে ঢাকার কাকরাইল এলাকায় চিকিৎসা করতে একটি হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে ঢাকার পল্টন থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির ডাকা এক দফা আন্দোলনের সময় বিএনপির দলীয় কার্যালয়ে ভাংচুর ও লুটপাট হয়। এ সময় বিএনপির কর্মী মকবুল হোসেন গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর ঢাকার পল্টন থানায় একটি হত্যা মামলা হয়েছে। ওই হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে রাশেদুল কাওছার ভূঁইয়া জীবনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কসবা থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস বলেন, রাশেদুল কাওছার ভূঁইয়া জীবনকে ঢাকার পল্টন থানার একটি হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ। কসবা থানায় এ পর্যন্ত তার বিরুদ্ধে কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। কেউ লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
More Stories
সুবিধামতো সময় যে কোনো দলে যোগ দিতে পারি: উপদেষ্টা আসিফ
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, উপদেষ্টা পদ থেকে পদত্যাগের বিষয় এখনও কোনো সিদ্ধান্ত নেননি তিনি। তবে সুবিধামতো...
চীন সব সময় শক্তিশালী বাংলাদেশ দেখতে চায় : মির্জা ফখরুল
চীন সব সময় একটা শক্তিশালী বাংলাদেশ এবং বাংলাদেশে সার্বিক একটি গণতান্ত্রিক পরিবেশ দেখতে চায় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...
ভারতে ৫৫০ অবৈধ ‘বাংলাদেশি’ আটকের দাবি
ভারতের গুজরাট রাজ্যে সাড়ে ৫০০ কথিত অবৈধ বাংলাদেশিকে আটক করার দাবি করেছে সেখানকার পুলিশ। গুজরাট পুলিশ, স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)-এর...
রোমে বাইডেনসহ বিশ্বনেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস
ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় শুরু হয়েছে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য। শনিবার তাকে শেষ বিদায় জানাতে সেখানে বিশ্বনেতাদের সঙ্গে দেখা যায়...
বেদের মেয়ের রাজকুমার এখন রাজনৈতিক দলের নেতা
‘বেদের মেয়ে জোসনা’ সিনেমায় রাজকুমার চরিত্রে অভিনয় করে বিপুল খ্যাতি অর্জন করেছিলেন ইলিয়াস কাঞ্চন। বেদের মেয়ের সেই রাজকুমারের নেতৃত্বে আত্মপ্রকাশ...
পোপ ফ্রান্সিসের মরদেহে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৫ এপ্রিল) সেন্ট পিটার্স স্কয়ারে পোপ...