Read Time:3 Minute, 11 Second

জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় রাজধানীর বিভিন্ন দেয়ালে নানা ধরনের গ্রাফিতি আঁকা হয়। কিশোর-তরুণ-বিপ্লবীদের আঁকা এসব গ্রাফিতি সশরীরে দেখেছেন প্রধান উপদেষ্টা। আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বিভিন্ন দেয়ালে আঁকা গ্রাফিতিগুলো হেঁটে দেখেন তিনি।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ ‘চিফ অ্যাডভাইজর গভ’ থেকে বিষয়টি জানানো হয়েছে। এ দিকে গ্রাফিতিগুলো দেখে ড. ইউনূস প্রশংসা এবং উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলে জানিয়েছেন তাঁর সঙ্গে থাকা ঢাবির প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ।

এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এবং আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

এ ছাড়াও অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ তাদের সঙ্গে উপস্থিত ছিলেন।

জানতে চাইলে সাইফুদ্দীন আহমেদ বলেন, ক্যাম্পাসে যে গ্রাফিতিগুলো আছে, জুলাই বিপ্লবের সময় যে গ্রাফিতিগুলো আঁকা হয়েছে সেগুলো দেখেছেন প্রধান উপদেষ্টা। তিনি জগন্নাথ হল-শহীদ মিনার ক্রসিংয়ে নেমে পলাশীর দিকে যাওয়ার সড়কে বুয়েট এবং জগন্নাথ হলের দেয়ালে আঁকা গ্রাফিতি তিনি দেখেন।

সাইফুদ্দীন আহমেদ আরও বলেন, ওনাকে আমরা অবহিত করেছি যে, শিক্ষার্থীরা জুলাই বিপ্লবে কর্মসূচি দেওয়া যাচ্ছিল না তখন শিক্ষার্থীরা প্রতিবাদ হিসেবে এগুলো করেন। আমাদের বাচ্চাদের সৃজনশীলতা, বিগত সরকারের প্রতি এক ধরনের ক্ষোভ, ব্যঙ্গাত্মক-প্রতিবাদী ভাষায় লেখা গ্রাফিতিগুলোর প্রশংসা করেছেন তিনি। তিনি উচ্ছ্বসিত হয়েছেন। বিপ্লবের স্পিরিট ধরে রাখার ব্যাপারে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post আওয়ামী লীগ নেত্রী মতিয়া চৌধুরী আর নেই
Next post বর্ষীয়ান রাজনীতিবিদ ‘মতিয়া চৌধুরী’র মৃত্যুতে ক্যালিফোর্নিয়া স্টেট আ. লীগ’র শোক প্রকাশ
Close