Read Time:1 Minute, 3 Second

যাত্রাবাড়ী, নিউমার্কেট, মোহাম্মদপুর, আদাবর, শ্যামপুর, কদমতলী ও বনানী থানার ১৪ মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৪৮ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তারা আদালতে আসামির উপস্থিতিতে বিভিন্ন মেয়াদে রিমান্ড আবেদন করলে একের পর এক শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালত এসব আদেশ দেন।

আদালত বলেন, পর্যায়ক্রমে সাবেক মামুনের এসব রিমান্ড কার্যকর হবে। এর আগে ১৮ দিন রিমান্ডে ছিলেন তিনি। এছাড়া বনানী থানার দুটি এবং কদমতলী থানার এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post শেখ হাসিনা আসলে কোথায়, জানালেন ভারতীয় কর্মকর্তারা
Next post ছাত্র আন্দোলনে নীরব থাকায় দুঃখ প্রকাশ করলেন সাকিব
Close