২০০৯ সালে মাত্র ৫ মাস দায়িত্ব পালন করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ পদত্যাগ করেছিলেন। সম্প্রতি এক সংবাদমাধ্যমের সঙ্গে তিনি নিজের পদত্যাগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।
সোহেল তাজ বলেন, যেদিন আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম, সেদিন আমি কেঁদেছিলাম। আমি বুঝতে পেরেছিলাম, এটি একটি বড় দায়িত্ব। দেশের জন্য কিছু করতে চাইছিলাম, কিন্তু আমার ও দলের ওপর অনেক চাপ ছিল।
তিনি আরো বলেন, আমি পরিবারতন্ত্রে বিশ্বাস করি না। আমি মাঠের রাজনীতি থেকে এসেছি, এবং প্রথমবার নির্বাচিত হওয়ার সময় আমাদের দল মাত্র ৫৮টি আসন পেয়েছিল। বিরোধী দলে থাকার সময় অনেক কষ্ট সহ্য করতে হয়েছে।
মন্ত্রিত্ব ছেড়ে দেয়ার কারণ জানাতে গিয়ে সোহেল তাজ বলেন, আমি দুর্নীতি ও অনিয়ম দেখেছি। বিডিআর বিদ্রোহের তদন্তকাজে আমি স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না। পুলিশ কর্তাদের নির্দেশ দেয়া হয়েছিল যেন তারা আমার কথা না শোনেন। তাই মনে হচ্ছিল, আমাকে এবং আমার পরিবারকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে।
তিনি বলেন, পদত্যাগের পর আমার পদত্যাগপত্র গ্রহণ করা হচ্ছিল না। তাই যুক্তরাষ্ট্র চলে যাই। সেখান থেকে শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বললাম। আমি বারবার বলছিলাম, আমাকে ছেড়ে দিন কিন্তু তিনি বললেন, ‘না, তোমাকে থাকতে হবে। এরপর তিনি গান গাইলেন, ‘আমি তোমাকে ছাড়ব না, আমি কাউকে ছাড়ি না’। শুনে আমি অবাক হয়ে গেলাম। এটা কি হুমকি, না ভালোবাসা?
সোহেল তাজের কথায় আরো জানা যায়, পদত্যাগের পর আমি নানাভাবে নাজেহাল হয়েছি। আমার বিরুদ্ধে প্রচারণা চলছিল এবং বাংলাদেশে ফিরলে গোয়েন্দারা আমাকে অনুসরণ করত। তখন আতঙ্কের মধ্যে ছিলাম। আমার এক ভাগিনাও গুম হয়ে গিয়েছিল।
More Stories
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিরুদ্ধে কঠোর অবস্থান প্রেসসচিবের
আসন্ন সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি না—এ প্রশ্নে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।...
‘সেভেন সিস্টার্স’ ভারত থেকে আলাদা করে দেবো: হাসনাত
ভারত বাংলাদেশকে ফিলিস্তিন বানাতে চায় মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘ভারতকে স্পষ্ট ভাষায়...
আমি ক্ষমতাকে প্রশ্ন করতে চাই, রাজনৈতিক বাধা আমাকে থামাতে পারবে না: আদালতে আনিস আলমগীর
রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার সাংবাদিক আনিস আলমগীর আদালতে রিমান্ড শুনানিতে বলেছেন, আমি ক্ষমতাকে প্রশ্ন করতে...
হাদিকে গুলির ঘটনা নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ: তারেক রহমান
ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি (ওসমান হাদি)–কে গুলি করার ঘটনাকে নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ বলে...
ডিসেম্বরের ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৭০ কোটি ডলার
ডিসেম্বর মাসের প্রথম ১৪ দিনে দেশে ১৭০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে...
সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যাতে নিরাপদে থাকে: সালাহউদ্দিন
ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখা হচ্ছে না বরে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।...
