আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে যাচ্ছে বাংলাদেশে। দেশের পররাষ্ট্র সচিব হিসেবে মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তার স্থলে নতুন পররাষ্ট্র সচিব হিসাবে নিয়োগ পাচ্ছেন রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন। সোমবার (২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মাসুদ বিন মোমেনের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল এ বছরের ৫ ডিসেম্বর। ২০২০ সালের জানুয়ারিতে পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব নেয়ার পর তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন, তবে সম্প্রতি তার চুক্তি বাতিলের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
এদিকে, জসীম উদ্দিনের নতুন পদ গ্রহণের আনুষ্ঠানিকতা ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে আশা করা হচ্ছে। তিনি আগে চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন এবং কাতার ও গ্রিসে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি বিভিন্ন আন্তর্জাতিক মিশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, বিদায় অনুষ্ঠানে মাসুদ বিন মোমেন বক্তব্য দেন এবং নতুন পররাষ্ট্র সচিব হিসেবে জসীম উদ্দিনের দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।
জসীম উদ্দিনের চাকরির মেয়াদ শেষ হবে ২০২৬ সালের ১২ ডিসেম্বর। তিনি বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ত্রয়োদশ ব্যাচের কর্মকর্তা। আশা করা যাচ্ছে, তার নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে আরো বেশি সক্রিয় ভূমিকা পালন করবে।
More Stories
লন্ডনে তারেক রহমানের বাসায় গিয়েছিলেন জামায়াত আমির!
জামায়াতে ইসলামী নেতাদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনে সাক্ষাৎ হয়েছে। তাদের মধ্যে কী আলোচনা হয়েছে তা...
‘সাবধান’ করে সতর্কবার্তা দিলেন হাসনাত আব্দুল্লাহ
যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন, তাদের সতর্ক করেছেন জাতীয় নাগরিক পার্টির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় নিজের...
টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হতে পারে
রাজধানীর পূর্বাচলে প্লট জালিয়াতির অভিযোগে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে...
‘উই হ্যাভ টু মুভ ইন ফুল স্পিড’
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে সংশ্লিষ্টদের পূর্ণ উদ্যমে কাজ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক...
আনন্দ শোভাযাত্রায় প্রধান আকর্ষণ ছিল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’
পুরোনো ঐতিহ্য ও স্বকীয়তার পাশাপাশি লোক-শিল্প ও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বড় পরিসরে বাংলা নববর্ষ-১৪৩২ এর আনন্দ শোভাযাত্রা শুরু হচ্ছে অল্প...
ঢাকায় অনুষ্ঠিত ব্যতিক্রমধর্মী ড্রোন শো
‘নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিমকে সামনে রেখে এবারের বাংলা নববর্ষ ১৪৩২-কে স্বাগত জানিয়ে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ড্রোন...