শামসুল আরীফিন বাবলু, প্রবাস বাংলা ডেস্ক, লস এঞ্জেলেস:
অস্টম বারের মতো ‘শেখ কামাল ট্রফি ২০২৪’ ইউএসএ আন্তঃলীগ ক্রিকেট টুর্ণামেন্ট’র সমন্বয়ক ডা. রবি আলম লস এঞ্জেলেসের ইন্ডিয়া’জ ক্লে পিট রেস্টুরেন্টে মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট এসোসিয়েশন (SCCA)’র ক্রিকেট কমিটির চেয়ারম্যান সৈয়দ নাযিম সিরাজী অনুষ্ঠিতব্য ক্রিকেট টুর্ণামেন্ট সম্পর্কে বিষদ বিবৃতি প্রদান করেন।
সমন্বয়ক ডা. রবি আলম তাঁর ব্রিফিংকালে কমিউনিটির সকলের প্রতি শুভেচ্ছা এবং উপস্থিত লিটিল বাংলাদেশ প্রেসক্লাব অব লসএঞ্জেলেস’র সভাপতি ও সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন প্রতিবারের মতো এবারও অস্টম ‘শেখ কামাল ট্রফি ২০২৪’ ইউএসএ আন্তঃলীগ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট আগামী লেবার-ডে ইউকএন্ড আগস্ট ৩১, সেপ্টেম্বর ১ ও ২ তারিখে (শনি, রবি ও সোমবার) উডলী পার্ক ক্রিকেট কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। জনাব ডা. রবি তিনদিন ব্যাপি অনুষ্ঠিতব্য এই ক্রিকেট উৎসবে মাঠে গিয়ে খেলা উপভোগ করার জন্যে ক্রিকেটপ্রেমী ও কমিউনিটির সকলের প্রতি সাদর আমন্ত্রণ জানিয়েছেন। প্রতিবার পরিবার পরিজন নিয়ে অনেকে মাঠে গিয়ে খেলা দেখার পাশাপাশি বনভোজনের আনন্দ উপভোগ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রবি বলেন, যুক্তরাস্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে মোট ১২টি টিম এই টুর্ণামেন্টে অংশ নেবে। শনিবার (৩১ আগস্ট) সকাল ৮টায় উডলী পার্ক ক্রিকেট কমপ্লেক্সে আসরের উদ্ভোধনী পর্দা উঠবে এবং টানা তিনদিন চলবে, সোমবার (২রা সেপ্টেম্বর) খেলা শেষে সমাপনী অনুষ্ঠান ও বিজয়ী টিম’র হাতে ট্রফি তুলে দেওয়া হবে।
উক্ত সংবাদ সম্মেলনে অনেক ক্রিকেটপ্রেমী এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
More Stories
মিয়ানমারে বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন : রাষ্ট্রদূত
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ...
জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া’র ইফতার
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা ডেস্ক যুক্তরাস্ট্রে বসবাসরত বৃহত্তর সিলেটিদের সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল...
অল্প সময়ে দুইবার হার্ট অ্যাটাক তামিমের, পরানো হয়েছে রিং
অল্প সময়ের মধ্যেই দুইবার হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন বাংলাদেশ ক্রিকেট থেকে সদ্য সাবেক হওয়া ক্রিকেটার তামিম ইকবাল। জরুরি অবস্থায় তাকে...
ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, আটক ১৫ বাংলাদেশি
ক্রিকেটার সেজে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টাকালে ১৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) তাদের আটক...
কানাডায় পালিয়ে গিয়ে কূটনীতিকের বিস্ফোরক মন্তব্য, যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয়
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধ সরকারকে উৎখাত করে ড. মুহাম্মদ ইউনূস ক্ষমতা দখল করেছেন। কানাডায় পালিয়ে গিয়ে বাংলাদেশি রাষ্ট্রদূত হারুন-আল...
ফের লেবাননে যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা
বাংলাদেশ থেকে লেবাননে কর্মী পাঠানোর বিষয়ে যে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর ফলে, এখন থেকে ফের...