বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে আদালতে নিয়ে আসা হলে উত্তেজিত জনতা মানিককে লক্ষ্য করে ডিম-জুতা নিক্ষেপ এবং পুলিশি বেষ্টনী ডিঙিয়ে কিল-ঘুষি মারতে দেখা গেছে। এ সময় পুলিশ সদস্যরা কঠোর নিরাপত্তাবলয় তৈরি করে তাঁকে দ্রুত আদালতে নিয়ে যান।
আজ শনিবার বিকেল ৪টার দিকে তাঁকে পুলিশের প্রিজন ভ্যানে করে আদালত চত্বরে নিয়ে আসা হলে এমনটা দেখা যায়।
কানাইঘাট থানা-পুলিশ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তারের পর সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ (আমলী আদালত-৫ কানাইঘাট কোর্ট) আলমগীর হোসাইনের আদালতে প্রেরণ করে। আদালত তাঁকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এ তথ্য নিশ্চিত করে কোর্ট ইন্সপেক্টর জামসেদ আলম। তিনি বলেন, ‘আসামি এ এইচ শামসুদ্দিন চৌধুরী মানিককে ৫৪ ধারায় গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে উপস্থাপন করে কানাইঘাট থানা-পুলিশ। চালান মোতাবেক এই আসামি ঢাকা, লালবাগ, বাড্ডা এবং আদাবরসহ বিভিন্ন থানায় হত্যাসহ বিভিন্ন মামলায় এজাহারভুক্ত হওয়ায় তাঁকে জেলহাজতে আটক রাখার জন্য নির্দেশ দেন। সব জায়গায় আমাদের এখান থেকে বার্তা যাবে। তখন যাদের থানায় মামলা আছে, তারা নিজ নিজ মামলায় গ্রেপ্তার দেখাবে।’
‘মানিকের পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না’—জানিয়ে ইন্সপেক্টর জামসেদ আরও বলেন, ‘সাবেক বিচারপতি হিসেবে জেল কোডের বিধান অনুযায়ী সব সুযোগ-সুবিধা দেওয়ার জন্য জেল সুপারকে বলেছেন আদালত।’
আসামি আদালতকে বলেছেন, তিনি বয়স্ক মানুষ। শারীরিকভাবে অসুস্থ। আটককালীন তাঁকে চিকিৎসার পাশাপাশি সাবেক বিচারপতির সুযোগ-সুবিধা যেন দেওয়া হয়। তখন আদালত নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে তোলার খবর পেয়ে দুপুর ১২টা থেকে আদালত প্রাঙ্গণে জড়ো হতে থাকে উৎসুক জনতা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে।
বিকেল ৪টা ১০ মিনিটের দিকে মানিককে আদালতে তোলার সময় অনেকে তাঁর দিকে ডিম ও জুতা নিক্ষেপ করে। কেউ কেউ মানিককে কিল-ঘুষি মারে।
এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাঁকে আটক করে বিজিবির ১৯ ব্যাটালিয়ন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সকালে অবসরপ্রাপ্ত বিচারপতিকে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। আইনি প্রক্রিয়ায় আমরা তাঁকে আদালতে প্রেরণ করেছি।’
More Stories
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
নির্বাচিত হলে পুরোনো কাসুন্দি নিয়ে কামড়াকামড়ি করব না: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জনগণ যদি তাদের পবিত্র মূল্যবান ভোট দিয়ে এই জোট, এই ঐক্যকে নির্বাচিত...
এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
নতুন রাজনৈতিক দল ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে...
ধানের শীষের সঙ্গে গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেবেন : তারেক রহমান
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার সঙ্গে সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ-তে রায় দেওয়ার জন্য আহ্বান...
গণভোটের পক্ষে-বিপক্ষে প্রচারণা চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোটকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘হ্যাঁ’ অথবা ‘না’-এর পক্ষে কোনো ধরনের প্রচার-প্রচারণায় অংশ নেওয়া থেকে...
জামায়াত আমাদের ব্যবহার করতে চেয়েছিল: মুফতি রেজাউল করিম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘জামায়াতসহ ৮ দলীয় জোট গঠন করে আমরা এগুচ্ছিলাম। কিন্তু পরবর্তীতে...
