Read Time:3 Minute, 5 Second

রাজধানীর মিরপুরে শিক্ষার্থী আলভী হত্যায় গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীত্ব ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযাগ করা হয়। একই অভিযোগ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননসহ ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০০ জনের বিরুদ্ধেও। এ ছাড়া আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনকেও দায়ী করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) ধানমণ্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কার্যালয়ে এ অভিযোগ করা হয়। আলভীর পরিবারের পক্ষে অ্যাডভোকেট আসাদ উদ্দিন এ অভিযোগ করেন।

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, মোহাম্মদ হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, জুনায়েদ আহম্মেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, কামাল আহমেদ মজুমদার, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি, চৌধুরী আব্দুল আল মামুন, সাবেক র‍্যাবের মহাপরিচালক মো. হারুন অর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, বিপ্লব কুমার সরকার, মিরপুর থানার ভারপ্রাপ্ত মুন্সী সাব্বির, মাইনুল হাসান খান নিখিল,বজলুর রহমান, এস এম মান্নান কচি, মিরপুর থানার মোহাম্মদ হানিফ, ইসমাইল মোল্লা, ওয়ার্ড কাউন্সিলর বাপ্পি, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অঙ্গ সংগঠনকে অভিযুক্ত করা হয়েছে।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হচ্ছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ১৭ বছর পর খালেদা জিয়ার ব্যাংক হিসাব সচল
Next post আদালতে রিমান্ড শুনানিকালে কাঁদলেন দীপু মনি
Close