গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘দেশবাসীর উদ্দেশে একটা কথা বলতে চাই, প্রতিটি আন্দোলন সংগ্রামে এ দেশের কৃষক, শ্রমিক, ছাত্র-জনতা জীবন ও রক্ত দিয়েছে। আর এ দেশে গুণ্ডা, মাফিয়া, চাঁদাবাজ, দাঙ্গাবাজ, সন্ত্রাসী ও দখলদারেরা, সেই কারণে আমাদের বারবার রাজপথে এসে রক্ত দিতে হয়। কাজেই এবার রাষ্ট্র পরিচালনা করবে তরুণরা। তরুণ মেধাবীরা আগামী বাংলাদেশ বিনির্মাণ করবে। অন্তর্বর্তীকালীন সরকারে তরুণদের প্রতিনিধি থাকতে হবে।’
মঙ্গলবার কারাগার থেকে মুক্তি পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র-জনতার উদ্দেশে এসব কথা বলেন নুর।
তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। কোনো টালবাহানা চলবে না। অন্তর্বর্তীকালীন সরকার তিন মাসের বেশি সময় পাবে না। তিন মাসের বেশি সময় থাকলে তাদের মধ্যে ক্ষমতার খায়েশ জাগতে পারে। ফখরুদ্দিনের মতো খায়েশ জাগতে পারে। আর রক্ত ঝরাতে আমরা চাই না। অবাধ সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত ছাত্র-জনতাকে সচেতন থাকতে হবে। পাড়া মহল্লায় খুঁজে খুঁজে ভালো মানুষটিকে রাজনীতিকে এগিয়ে দিতে হবে। কোনো চাঁদাবাজ মাফিয়াদের রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না।’
নুর বলেন, ‘আপনারা দেশের নাগরিক। এই রাষ্ট্র কারা পরিচালনা করবেন, তা ঠিক করবেন। সুতরাং আপনাদের বিবেককে জাগ্রত করতে হবে। কাদের কাছে এই দেশ নিরাপদ। কারা এই দেশকে সংস্কার করে নতুন বাংলাদেশ উপহার দিতে পারবে। আমরা কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কারের জন্য গণঅধিকার পরিষদ রাজনৈতিক দলের জন্ম দিয়েছি। এই পরিবারতান্ত্রিক ও দুর্বৃত্তদের রাজনীতির বিপরীতে গণমানুষের গণআকাঙ্ক্ষার রাজনীতি প্রতিষ্ঠা করতে ত্যাগ শিকার ও নির্যাতিত হচ্ছি।’
এই নেতা বলেন, ‘জাতীয় সংহতি প্রতিষ্ঠায় সকলে কাঁধে কাঁধ রেখে কাজ করব। ভারতের হিন্দুবাদী মোদি সরকার এই দেশে হিন্দুদের ওপর আক্রমণ চালিয়ে সাম্প্রদায়িকতার খেলা খেলে বিশ্ববাসীকে দেখাতে চাইবে যে, এ দেশের মুসলমানরা উগ্র, ক্ষমতা মৌলবাদীরা দখল করেছে, হিন্দুদের ওপর হামলা চালাচ্ছে। কাজেই আপনার আমার নৈতিক দায়িত্ব সংখ্যালঘু মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।’
তিনি আরও বলেন, ‘থানার পুলিশ ভ্যান আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে কেনা। এই বিশ্ববিদ্যালয়, সরকারি স্থাপনা আমাদের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে কেনা। এগুলো নষ্ট করা যাবে না। এগুলো যারা নষ্ট করছে তাদেরকে রুখে দিতে হবে। সবশেষ নিহত ভাইদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করুক।’
More Stories
‘মার্চ ফর গাজা’য় বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ পুনর্বহালের দাবি
গাজায় ইসরাইলের আগ্রাসন ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের কর্মসূচি ‘মার্চ ফর গাজা’র ঘোষণাপত্রে বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ (ইসরাইল ব্যতীত) লেখাটি...
সরকারের একমাত্র কাজ শেখ হাসিনার বিচার করা: মৎস্য উপদেষ্টা
শেখ হাসিনার বিচার এই মাটিতে এই সরকারের আমলেই হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের একমাত্র কাজ যদি কিছু থাকে, সেটা হবে শেখ...
‘প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন’
দেশ ও জাতির কল্যাণে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক...
ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে সংস্কারের তাগিদ প্রধান উপদেষ্টার
চলতি বছরের ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য...
পুরোপুরি পুড়ে ছাই ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষ উদ্যাপনের প্রস্তুতির অংশ হিসেবে তৈরি হওয়া দুটি প্রতীকী মোটিফে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকালে...
‘ফ্যাসিবাদের মুখাকৃতি’তে আগুন
চারুকলায় নববর্ষের শোভাযাত্রার জন্য তৈরি করা ভাস্কর্যে আগুন দেওয়া হয়েছে। কে বা কারা এই আগুন দিয়েছে তা এখনো শনাক্ত করতে...