বাংলাদেশের সদ্য পদত্যাগকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধের ভিত্তিতেই বহনকারী বিমানকে ভারতে প্রবেশের সুযোগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার (৬ আগস্ট) দেশটির সংসদে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেয়া এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।
অনুরোধের পর খুব স্বল্প সময়ের ব্যবধানে শেখ হাসিনাকে বহনকারী বিমানকে দিল্লিতে অবতরণের সুযোগ দেয়া হয় বলে জানিয়েছেন এস জয়শঙ্কর। বাংলাদেশের চলমান পরিস্থিতি ও বিভিন্ন রাজনৈতিক ঘটনাবলী তুলে ধরে তিনি আরও বলেন, নির্বাচনের পর থেকেই বাংলাদেশে রাজনৈতিক সহিসংতা ও বিভাজন বাড়তে থাকে। বর্তমানে বাংলাদেশে ১৯ হাজার ভারতীয় রয়েছেন। এদের মধ্যে ৯ হাজারই শিক্ষার্থী। তাদের বেশিরভাগই ফেরত এসেছেন। এ সময় বাকিদেরও আনার চেষ্টা চলছে।
এর আগে, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক হয় ভারতে। তখন এস জয়শঙ্কর জানান, ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে আপাতত শেখ হাসিনাকে কিছুদিন সময় দিতে চায় নয়াদিল্লি। এরপর শেখ হাসিনার বক্তব্য শুনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে দিল্লি নিয়মিত যোগাযোগ রাখছে।
এদিকে, শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বাংলাদেশ সংলগ্ন সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে ভারত। বিভিন্ন চেকপয়েন্টে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। জলপাইগুড়ির ফুলবাড়িসহ সীমান্তবর্তী বিভিন্ন চেকপোস্টে বিএসএফ সদস্যদের টহল দিতে দেখা গেছে।
প্রসঙ্গত, গতকাল সোমবারই দুইদেশের মধ্যে ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত নিরাপদ রাখতে ‘হাই অ্যালার্ট’ জারি করে ভারত। এছাড়া, বিএসএফের মহাপরিচালক দলজিৎ সিং সীমান্তবর্তী ধামাখালি এলাকা পরিদর্শনেও যান।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
