গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘দেশবাসীর উদ্দেশে একটা কথা বলতে চাই, প্রতিটি আন্দোলন সংগ্রামে এ দেশের কৃষক, শ্রমিক, ছাত্র-জনতা জীবন ও রক্ত দিয়েছে। আর এ দেশে গুণ্ডা, মাফিয়া, চাঁদাবাজ, দাঙ্গাবাজ, সন্ত্রাসী ও দখলদারেরা, সেই কারণে আমাদের বারবার রাজপথে এসে রক্ত দিতে হয়। কাজেই এবার রাষ্ট্র পরিচালনা করবে তরুণরা। তরুণ মেধাবীরা আগামী বাংলাদেশ বিনির্মাণ করবে। অন্তর্বর্তীকালীন সরকারে তরুণদের প্রতিনিধি থাকতে হবে।’
মঙ্গলবার কারাগার থেকে মুক্তি পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র-জনতার উদ্দেশে এসব কথা বলেন নুর।
তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। কোনো টালবাহানা চলবে না। অন্তর্বর্তীকালীন সরকার তিন মাসের বেশি সময় পাবে না। তিন মাসের বেশি সময় থাকলে তাদের মধ্যে ক্ষমতার খায়েশ জাগতে পারে। ফখরুদ্দিনের মতো খায়েশ জাগতে পারে। আর রক্ত ঝরাতে আমরা চাই না। অবাধ সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত ছাত্র-জনতাকে সচেতন থাকতে হবে। পাড়া মহল্লায় খুঁজে খুঁজে ভালো মানুষটিকে রাজনীতিকে এগিয়ে দিতে হবে। কোনো চাঁদাবাজ মাফিয়াদের রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না।’
নুর বলেন, ‘আপনারা দেশের নাগরিক। এই রাষ্ট্র কারা পরিচালনা করবেন, তা ঠিক করবেন। সুতরাং আপনাদের বিবেককে জাগ্রত করতে হবে। কাদের কাছে এই দেশ নিরাপদ। কারা এই দেশকে সংস্কার করে নতুন বাংলাদেশ উপহার দিতে পারবে। আমরা কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কারের জন্য গণঅধিকার পরিষদ রাজনৈতিক দলের জন্ম দিয়েছি। এই পরিবারতান্ত্রিক ও দুর্বৃত্তদের রাজনীতির বিপরীতে গণমানুষের গণআকাঙ্ক্ষার রাজনীতি প্রতিষ্ঠা করতে ত্যাগ শিকার ও নির্যাতিত হচ্ছি।’
এই নেতা বলেন, ‘জাতীয় সংহতি প্রতিষ্ঠায় সকলে কাঁধে কাঁধ রেখে কাজ করব। ভারতের হিন্দুবাদী মোদি সরকার এই দেশে হিন্দুদের ওপর আক্রমণ চালিয়ে সাম্প্রদায়িকতার খেলা খেলে বিশ্ববাসীকে দেখাতে চাইবে যে, এ দেশের মুসলমানরা উগ্র, ক্ষমতা মৌলবাদীরা দখল করেছে, হিন্দুদের ওপর হামলা চালাচ্ছে। কাজেই আপনার আমার নৈতিক দায়িত্ব সংখ্যালঘু মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।’
তিনি আরও বলেন, ‘থানার পুলিশ ভ্যান আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে কেনা। এই বিশ্ববিদ্যালয়, সরকারি স্থাপনা আমাদের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে কেনা। এগুলো নষ্ট করা যাবে না। এগুলো যারা নষ্ট করছে তাদেরকে রুখে দিতে হবে। সবশেষ নিহত ভাইদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করুক।’
More Stories
সরিয়ে দেওয়া হলো আইজিপি ও ডিএমপি কমিশনারকে
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল হাসান ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসানকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।...
ট্রাইব্যুনালে জিয়া বললেন ‘আমি আয়নাঘরে চাকরি করিনি’
এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। আজ বুধবার দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন তিনি।...
অধ্যাদেশের খসড়া অনুমোদন: রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তির বিধান রাখা হয়নি
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) সংশোধন অধ্যাদেশ ২০২৪’এর খসড়ায় সংগঠন বা রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশের যে বিধান প্রস্তাব করা...
পার্লামেন্ট ছাড়া কারও সংবিধান সংশোধনের অধিকার নেই: হাসান আরিফ
কোনো সরকারের অধিকার নেই সংবিধান সংশোধন করার। এটা একমাত্র পার্লামেন্ট করতে পারে বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ...
ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের দিকে এগোচ্ছি: পররাষ্ট্র উপদেষ্টা
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশ-ভারত ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) পরবর্তী রাউন্ডে যোগ দিতে ডিসেম্বরের মাঝামাঝি...
আগামী মার্চ-এপ্রিলেই নির্বাচন দিতে হবে : এ্যানি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সংস্কারের জন্য তিন মাসের বেশি সময় দরকার হওয়ার কথা নয়। জনগণ দ্রুত...