গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘দেশবাসীর উদ্দেশে একটা কথা বলতে চাই, প্রতিটি আন্দোলন সংগ্রামে এ দেশের কৃষক, শ্রমিক, ছাত্র-জনতা জীবন ও রক্ত দিয়েছে। আর এ দেশে গুণ্ডা, মাফিয়া, চাঁদাবাজ, দাঙ্গাবাজ, সন্ত্রাসী ও দখলদারেরা, সেই কারণে আমাদের বারবার রাজপথে এসে রক্ত দিতে হয়। কাজেই এবার রাষ্ট্র পরিচালনা করবে তরুণরা। তরুণ মেধাবীরা আগামী বাংলাদেশ বিনির্মাণ করবে। অন্তর্বর্তীকালীন সরকারে তরুণদের প্রতিনিধি থাকতে হবে।’
মঙ্গলবার কারাগার থেকে মুক্তি পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র-জনতার উদ্দেশে এসব কথা বলেন নুর।
তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। কোনো টালবাহানা চলবে না। অন্তর্বর্তীকালীন সরকার তিন মাসের বেশি সময় পাবে না। তিন মাসের বেশি সময় থাকলে তাদের মধ্যে ক্ষমতার খায়েশ জাগতে পারে। ফখরুদ্দিনের মতো খায়েশ জাগতে পারে। আর রক্ত ঝরাতে আমরা চাই না। অবাধ সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত ছাত্র-জনতাকে সচেতন থাকতে হবে। পাড়া মহল্লায় খুঁজে খুঁজে ভালো মানুষটিকে রাজনীতিকে এগিয়ে দিতে হবে। কোনো চাঁদাবাজ মাফিয়াদের রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না।’
নুর বলেন, ‘আপনারা দেশের নাগরিক। এই রাষ্ট্র কারা পরিচালনা করবেন, তা ঠিক করবেন। সুতরাং আপনাদের বিবেককে জাগ্রত করতে হবে। কাদের কাছে এই দেশ নিরাপদ। কারা এই দেশকে সংস্কার করে নতুন বাংলাদেশ উপহার দিতে পারবে। আমরা কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কারের জন্য গণঅধিকার পরিষদ রাজনৈতিক দলের জন্ম দিয়েছি। এই পরিবারতান্ত্রিক ও দুর্বৃত্তদের রাজনীতির বিপরীতে গণমানুষের গণআকাঙ্ক্ষার রাজনীতি প্রতিষ্ঠা করতে ত্যাগ শিকার ও নির্যাতিত হচ্ছি।’
এই নেতা বলেন, ‘জাতীয় সংহতি প্রতিষ্ঠায় সকলে কাঁধে কাঁধ রেখে কাজ করব। ভারতের হিন্দুবাদী মোদি সরকার এই দেশে হিন্দুদের ওপর আক্রমণ চালিয়ে সাম্প্রদায়িকতার খেলা খেলে বিশ্ববাসীকে দেখাতে চাইবে যে, এ দেশের মুসলমানরা উগ্র, ক্ষমতা মৌলবাদীরা দখল করেছে, হিন্দুদের ওপর হামলা চালাচ্ছে। কাজেই আপনার আমার নৈতিক দায়িত্ব সংখ্যালঘু মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।’
তিনি আরও বলেন, ‘থানার পুলিশ ভ্যান আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে কেনা। এই বিশ্ববিদ্যালয়, সরকারি স্থাপনা আমাদের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে কেনা। এগুলো নষ্ট করা যাবে না। এগুলো যারা নষ্ট করছে তাদেরকে রুখে দিতে হবে। সবশেষ নিহত ভাইদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করুক।’
More Stories
কোনো ‘মহামানবকে’ দায়িত্ব দিতে মানুষ আন্দোলন-সংগ্রাম করেনি: আমীর খসরু
কোনো ‘মহামানবকে’ দায়িত্ব দিতে মানুষ আন্দোলন-সংগ্রাম করেনি: আমীর খসরুসোমবার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ন্যাপ ভাসানী, আমজতার দল ও পিপলস পার্টির সঙ্গে...
পরিষ্কার করে বলেন নির্বাচন কবে হবে : মির্জা ফখরুল
সরকারের শুভবুদ্ধির উদয় হবে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেইক কথা না বলে পরিষ্কার করে বলেন...
নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিল-ঘুষি
নারায়ণগঞ্জ আদালতের এজলাসে প্রবেশমুখে বিএনপিপন্থি আইনজীবীদের মারধরের শিকার হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার বেলা পৌনে তিনটার দিকে এই ঘটনা...
আওয়ামী লীগের শুধু দাফন হয়নি, কবর রচনা হয়ে গেছে: খোকন
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, স্বৈরাচার কখনো স্থায়ী হতে পারে না। স্বৈরাচার শেখ হাসিনা বলেছিল, শেখের বেটি পালায়...
ঐকমত্যের বাইরে সংস্কারের প্রয়োজন নেই: আমীর খসরু
‘ঐকমত্যের বাইরে সংস্কারের প্রয়োজন নেই’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার (২৭ এপ্রিল) বিকেলে...
ভারত-পাকিস্তান বিরোধে মধ্যস্থতা করতে চায় বাংলাদেশ
কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের বিরোধ চরম আকার ধারণ করেছে। বাক যুদ্ধ পরিণত হয়েছে শক্তি প্রদর্শনের। এরই মধ্যে...