অশুভ শক্তির কবল থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে একতাবদ্ধ হয়েছেন শিক্ষকরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এমন প্রত্যয়ব্যক্ত করেন দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষক ও কলেজের অধ্যক্ষ।
শনিবার (৩ আগস্ট) রাত ৮ টার পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক বসেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেসউইং সূত্র এ তথ্য ভোরের কাগজকে নিশ্চিত করে।
এর আগে সকালে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ঠেকাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বসার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই। তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না। এসময় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা ‘প্রত্যয়’ও বাতিল ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
শনিবার বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, বিএসএমএমইউ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, আইইউটি, লেদার ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, এআইইউবি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, কানাডিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউ ল্যাব, নর্দান ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ, সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও শহীদ সরোয়ার্দী মেডিক্যাল কলেজের উপচার্যরা (ভিসি)। এছাড়া উপস্থিত ছিলেন ড. আরেফিন সিদ্দিকী, ড. আজাদ চৌধুরী, ড. আক্তারুজ্জামান ও শিক্ষক সমিতির সভাপতি ও সেক্রেটারি।
এছাড়া সিটি কলেজ, উত্তরা মডেল কলেজ, আদমজী কলেজ, ঢাকা পলিটেকনিক্যাল, বদরুন্নেসাসহ কলেজ, ইডেন কলেজ, ঢাকা কলেজ, কাজী নজরুল কলেজ, বাংলা কলেজ, বিজ্ঞান কলেজ, তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, নিউ মডেল কলেজ, ঢাকা কমার্স কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রিয় কলেজ, সেন্ট জোসেফ, রেসিডেন্সিয়াল মডেল কলেজ, মাইলস্টোন কলেজ, ঢাকা মেডিক্যাল কলেজ, শ্যামলী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।
More Stories
উগ্রবাদীদের সাথে সরকারের একটি অংশ মিলে হিন্দুদের উচ্ছেদে চেষ্টা চালাচ্ছে: চিন্ময় কৃষ্ণ দাস
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী অভিযোগ করেছেন, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পরে যেখানেই আন্দোলন হয়েছে, সেখানেই...
আ.লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে: নুর
আওয়ামী লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে জানিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে...
গুমের সঙ্গে জড়িত কেউ রাজনীতিতে ফিরতে পারবে না: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গুমের সঙ্গে জড়িত কেউ রাজনীতিতে ফিরতে পারবে না। বিশ্বের কোথাও গুমের সঙ্গে জড়িতরা...
আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের অবস্থান পরিষ্কার করলেন জামায়াত আমির
সমান মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে জামায়াতে ইসলামী ভারতসহ সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন দলটির আমির...
শাহজাহান ওমরের হুংকার, ‘আমি আবারও এমপি-মন্ত্রী হব’
গ্রেপ্তারের পর ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমর হুংকার দিয়ে বলেছেন, আমি একজন মুক্তিযোদ্ধা, এসব মামলা আমার...
মুহাম্মদ ইউনূসকে যেতে দেবেন না, ধরে রাখুন : শফিক রেহমান
অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে কাজ করতে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান। তিনি বলেন, “তাকে...