সারা দেশের সাধারণ এবং নিরীহ ছাত্ররা গুটিকয়েক সন্ত্রাসীদের কাছে জিম্মি থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার নেতারা। তারা বলেছেন, ‘যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।’
বুধবার (১৭ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার সমন্বয়ক নাজমুল হাসান বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে সরকার ভিন্ন খাতে প্রবাহিত করতে নানান ষড়যন্ত্র করছে৷ সরকার দলীয় ছাত্র সংগঠন সারা দেশের নিরীহ ছাত্রদের ওপর নির্বিচারে হামলা চালিয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুলিশ গুলি করে বেরোবির শিক্ষার্থী আবু সাইদকে হত্যা করেছে। জনতার আদালতে একদিন এসবের বিচার হবেই।’
তারা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অতি উৎসাহী আচরণ করছেন। ছাত্রলীগের গুন্ডাদের প্রটেকশন দিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করার সুযোগ করে দিচ্ছে, যা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘গত কয়েকদিনে ছাত্রলীগের নির্মম হামলায় সারা দেশের বিশ্ববিদ্যালয়ে এবং কলেজে অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছেন। এমনকি ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগেও আহত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় ছাত্রলীগ হামলা চালিয়েছে। যৌক্তিক আন্দোলন বাধাগ্রস্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা করার পরও তারা পরাজিত হয়েছে। শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির পক্ষে সাধারণ মানুষ অকুণ্ঠ সমর্থন জানিয়েছে।’
সরকারি চাকরিতে কোটা বাতিলের এক দফা দাবি অবিলম্বে সংসদে আইন পাস করার মাধ্যমে কার্যকর করার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবি জয়ের দ্বারপ্রান্তে রয়েছে।’
একই সঙ্গে বৃহস্পতিবারের সর্বাত্মক শাট ডাউন কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের আহ্বানও জানান তারা।
More Stories
দেশে এতোদিন বিনিয়োগের অনুকূল পরিবেশ ছিল না: প্রধান উপদেষ্টা
বিদেশি বিনিয়োগের জন্য দেশে আগে কখনো এত অনুকূল পরিবেশ ছিল না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।...
নাসার সঙ্গে বাংলাদেশের চুক্তি, মহাকাশ গবেষণায় নতুন অধ্যায়ের সূচনা
বাংলাদেশ এখন ‘আর্টেমিস অ্যাকর্ডস’র ৫৪তম স্বাক্ষরকারী দেশ, যা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নেতৃত্বে শান্তিপূর্ণ ও অসামরিক মহাকাশ অনুসন্ধানকে উৎসাহিত...
নববর্ষের র্যালির জন্য তৈরি হচ্ছে ‘স্বৈরাচারের প্রতিকৃতি’
নববর্ষের র্যালিতে প্রদর্শনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তৈরি হচ্ছে পতিত স্বৈরাচারের প্রতিকৃতি। বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে এই প্রতিকৃতি।...
প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন পিটার হাস
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির মার্কিন বহুজাতিক কোম্পানি অ্যাকসিলারেট এনার্জির স্ট্রাটেজিক উপদেষ্টা পিটার হাস আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের...
বাংলাদেশে আরও এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনডিবি
পাঁচটি বিকাশমান অর্থনীতির জোট ব্রিকসের উদ্যোগে গঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) ইতোমধ্যে বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করেছে। সংস্থাটি আরও...
রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ড. ইউনূসকে জড়িয়ে সংঘবদ্ধ অপপ্রচার
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নিয়মিত হামলা চালিয়ে আসছে ইসরায়েল। হাজার হাজার মানুষের মৃত্যুর ঘটনা সে...