লস এঞ্জেলেসে অনুষ্ঠিত কবিতা সম্মেলন ২০২৪ এ প্রথম শিশুতোষ মূকাভিনয়ের উপর প্রকাশিত বই মূক ভাষায় ‘মূকাভিনয়ের আদর্শলিপি’র মোড়ক উন্মোচন করা হয়েছে। বইটির মোড়ক উন্মোচন করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক, একুশে পদকপ্রাপ্ত জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা।
স্থানীয় সময় শনিবার চার্চ অব সায়েন্টোলজির লেবানন হলে এ কবিতা সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কন্সুলেট জেনারেল অব লস এঞ্জেলেস সামিয়া আঞ্জুম।
‘মূকাভিনয়ের আদর্শলিপি’ বইটি লিখেছেন মাইম আইকন কাজী মশহুরুল হুদা। এটি প্রথম মূক ভাষায় শিশুতোষ মূকাভিনয়ের হাতে খড়ি।
বইটি বাংলা ও ইংরেজি দু’ভাষাতেই শিশুদের উপযোগী করে তৈরি করা হয়েছে। যা শিশুদের মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন লেখক কাজী মশহুরুল হুদা।
অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, ‘মূকাভিনয় নিয়ে হুদার কর্মকাণ্ড চোখে পড়ার মত। প্রবাসে থেকেও তার চেষ্টা আমাকে দারুণভাবে আন্দোলিত করে। সে সব সময়ই চেষ্টা করছে শিল্পটিকে কিভাবে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া যায়। তার এই বই একটি অনন্য সৃষ্টি হবে, এটা আমি মনে করি। কারণ শিশুরা তাদের মানসিক বিকাশের পাশাপাশি এই বই থেকে আনন্দ খুঁজে পাবে।’
কাজী মশহুরুল হুদা বলেন, ‘মূকাভিনয় নিয়ে দেশে বহু বছর ধরে কাজ হচ্ছে। কিন্তু আমি মনে করি এখনও মানসম্মত চর্চার অভাব রয়েছে। এর বড় কারণ শিশুদের মধ্যে এ শিল্পের বিকাশ সম্ভব হয়নি। আমাদের প্রচেষ্টা নিজস্ব জাতিসত্তার মধ্য দিয়ে শিল্পটিকে একটি জায়গা করে দেওয়া। এ ক্ষেত্রে নতুন প্রজন্ম থেকেই শুরু করতে হবে। ‘মূকাভিনয়ের আদর্শলিপি’- শিশুদের মূকাভিনয়ে আগ্রহ সৃষ্টিতে কাজে আসবে।’
তিনি আরও বলেন, ‘এটি শিশুদের উপযোগী করে লেখা। এরপর প্রকাশিত হবে ‘কিশোরদের মূকাভিনয় শিক্ষা’। তারপর ধাপে ধাপে মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত মূকাভিনয়ের বই প্রকাশের কাজ চলছে। আর এ কাজে সহযোগীতা করে যাচ্ছে ‘বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র’।’
More Stories
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
গণঅভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৪ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া আরও ২৪ বাংলাদেশি নাগরিক মুক্তি পাচ্ছেন। শুক্রবার (২৮ নভেম্বর)...
থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা দূতাবাসের
বাংলাদেশের কয়েকটি এজেন্সি ২-৩ ঘণ্টায় থাই ই-ভিসা পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। যা সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস।...
মামদানির জয়ের ‘মাস্টারমাইন্ড’ বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। কিন্তু তার এই ঐতিহাসিক বিজয়ের নেপথ্যে ছিলেন...
বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা গণহারে বাতিলের ক্ষমতা চাইছে কানাডা
কানাডার সরকার বিদেশিদের গণহারে ভিসা বাতিলের ক্ষমতা পাওয়ার চেষ্টা করছে। এর পেছনে মূল কারণ হিসেবে অভিযোগ তোলা হয়েছে, ভারত ও...
দুই বাংলাদেশি ব্যবসায়ীকে প্রত্যর্পণে কাজ করছে মালয়েশিয়া
বেস্টিনেটের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম বিন আমিন নূর এবং তার সহযোগী রুহুল আমিন স্বপনের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ নিয়ে কাজ...
