Read Time:3 Minute, 5 Second

ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে প্রথমবারের মতো  অনুষ্ঠিত হলো অনিন্দ সুন্দর ‘মাল্টি-কালচারাল শো’। গত ১ জুন, শনিবার সন্ধ্যায় ‘হলিউড তান মিউজিক একাডেমী’র উদ্যোগে সানসেট বুলোবার্ড’র সায়েন্টলজি অডিটরিয়ামে সঙ্গীত গুরু পন্ডিত ‘গিরিশ চ্যাটার্জী’র পরিচালনায় বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রধানত ক্ষুদে শিল্পী ও বড়দের নিয়ে লস এঞ্জেলেসের ইতিহাসে এক ভিন্ন রকমের সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

অভিনেত্রী সাজিয়া হক’র উপস্থাপনায় বাংলা, হিন্দি ও ইংরেজী ভাষায় বিভিন্ন ভঙ্গিমায় অসাধারণ গান পরিবেশন করেন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকরা শিশু শিল্পীরা। এদের মধ্যে যথাক্রমে ইমন, উমা, ডঙ্কপ্লাঙ্কলেডি, মিথিলা, সামিয়া, সৃজন, টডি, মুনতাহা, জসলিন, মুনিসা এবং বড়দের মধ্যে বাংলা চলচ্চিত্র শিল্পী আরজিন কামাল, মাইকেল এবং অনুষ্ঠানের প্রধান আকর্ষণ মিনাক্ষী মজুমদার, সঙ্গে ছিলেন গুরুজী গিরীস চ্যাটার্জী।


জমকালো এই সান্ধ্য আসরে ছিল দর্শকের উপচে পড়া ভিড়। যার মধ্য দিয়ে ভবিষ্যতে মাল্টিকালচার ইভেন্টের দ্বার উন্মোচিত হলো বলে বিশিষ্ট জনরা মনে করেন।
এমন একটি ভিন্নধর্মী অনুষ্ঠানের মূল পরিকল্পনাকারী মোর্শেদুল ইসলাম, কনভেনার মো. আলম খোকন এবং মেম্বার সেক্রেটারী লায়েক আহমেদ (জেনারেল সেক্রেটারী, জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া) অনুষ্ঠানের শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে শুভেচ্ছা ও ধন্যবাদ বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিশ্বায়নের যুগে আমাদের এই প্রজন্মকে আমেরিকান সংস্কৃতির পাশাপাশি বাংলা, হিন্দি বা অন্যান্য সংস্কৃতির সাথে পরিচিত করাই তাদের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানকে সার্থক ও প্রাণবন্ত করছেন এই তিন গুনীব্যাক্তি। যাদের আর্থিক এবং পরিশ্রমের ফলাফল মাল্টিকারচারাল শো।
অনুষ্ঠান শেষে মেম্বার সেক্রেটারী লায়েক আহমেদ, শিল্পী ও কলাকুশলীদেরকে নিয়ে আনার বাগ রেস্টুরেন্টে নৈশভোজের আয়োজন করেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post যুক্তরাষ্ট্রে ড. আ আ ম স আরেফিন সিদ্দিকীর সঙ্গে মিট এন্ড গ্রীট
Next post এবার একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না মোদির দল
Close