Read Time:1 Minute, 47 Second

ভারতের লোকসভা নির্বাচনের ফল নিয়ে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্বাচনে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) টানা তৃতীয় জয় পাওয়ায় ভারতের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৪ জুন) এক্সে এক পোস্টে তিনি বলেছেন, ‘মানুষ এনডিএতে তাদের আস্থা রেখেছে, টানা তৃতীয়বারের জন্য! এটি ভারতের ইতিহাসে একটি ঐতিহাসিক কীর্তি।’

বারানসি আসন থেকে দেড় লাখ ভোটের ব্যবধানে জয়ী হওয়া প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘আমি ভারতবাসীর কাছে এই স্নেহের জন্য প্রণাম করি এবং তাদের আশ্বস্ত করি, আমরা জনগণের আশা-আকাঙ্খা পূরণ করতে গত দশকে করা ভাল কাজগুলো চালিয়ে যাব।’

তিনি আরও বলেন, ‘আমি আমাদের সব কর্মীকে তাদের কঠোর পরিশ্রমের জন্যও স্যালুট জানাই। কথা দিয়ে কখনই তাদের ব্যতিক্রমী প্রচেষ্টার প্রতি সুবিচার হবে না।’

এদিকে ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৯টা পর্যন্ত মোট ২৯৮টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এতে ১৪৮টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। অন্যদিকে, ৫৮টি আসনে জিতেছে কংগ্রেস। অন্যান্য দলগুলো বাকি আসনগুলো পেয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ভারতে কি ক্ষমতায় যাচ্ছে কংগ্রেস?
Next post বাংলাদেশি শ্রমিকদের জন্য সময়সীমা বাড়াবে না মালয়েশিয়া
Close