Read Time:5 Minute, 58 Second

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনের সঙ্গে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজার কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। গতকাল শুক্রবার ফাঁস হওয়া ৩ মিনিট ৩৪ সেকেন্ডের অডিও রেকর্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অডিওতে ওই নেতাকে চিটার বলতে শোনা যায় নিক্সন চৌধুরীকে।

আকরামুজ্জামান রাজা আওয়ামী লীগের সভাপতিণ্ডলীর সদস্য এবং ফরিদপুর-৪ আসনে নিক্সনের প্রতিদ্বন্দ্বী এমপি প্রার্থী ও সাবেক এমপি কাজী জাফর উল্লাহর সমর্থক হিসেবে পরিচিত।

ফোন কলে নিক্সন চৌধুরীকে বলতে শোনা যায়, ‘ফোন দিয়েছিলেন? আপনার মিসড কল পেলাম।’ উত্তরে আকরামুজ্জামান রাজা বলেন, ‘ফোন দিয়েছিলাম মানে কি? শোনেন, ও জাফর উল্লাহ যে প্রার্থী দিয়েছেন (মোখলেছুর রহমান সুমন) যতটুকু বুঝতে পেরেছি শেষ পর্যন্ত থাকতে পারবে না, আমি এইটুক জানি।’

অস্পষ্ট কথাগুলো মোখলেছুর রহমান সুমনকে নিয়ে কথা হয়েছে বলে নিশ্চিত করেন নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সমর্থক এমডি বুলবুল।

পরে নিক্সন চৌধুরী রাজাকে বলেন, ‘না, না আপনি মানুষ ভালো না, মানুষ আপনারে কয় চিটার-বাটপার। আসলেই রাজা সাহেব, আপনি ভালো মানুষ না।’

রাজা বলেন, ‘আপনি এইভাবে কথা কইলি আমি কষ্ট পাব।’

নিক্সন বলেন, ‘আপনি আমারে আর ফোন-টোন দেবেন না, আপনার সঙ্গে আর কথা বলার দরকার নাই, দেখা হবে রাজনৈতিক মাঠে, বিপদে পড়লে আপনি আমাকে ফোন দেন, আপনার ওপর আমার আর বিশ্বাস নাই। ওরাও (জাফর উল্লাহ সমর্থকরা) আপনাকে বিশ্বাস করে না, আমিও আপনাকে আর বিশ্বাস করি না। আপনি ওই পক্ষেই থাকেন, সৎভাবে থাকেন। ওদের খবর আমাকে দেওয়ার দরকার নাই। আমি রাজনীতি করি, এই সব খবর-টবর আমার লাগে না।’

রাজা বলেন, ‘আমি একটা কথা বলি?’

নিক্সন চৌধুরী বলেন, ‘আর কথা বলার দরকার নাই। আপনাকে আমি চিনে ফেলেছি।

রাজা বলেন, ‘না না, আপনি বলেন একটা বিষয়…।’

নিক্সন চৌধুরী বলেন, ‘না না আপনার কথাবার্তা ভালো না। আসলেই আপনি একটা চিটার টাইপের মানুষ। আমি আপনাকে ভুল বুঝছি, ঠিক আছে। শুনেন ভাই শুনেন, আমি রাজনীতি করি মানুষের জন্য জনগণের জন্য, কথা বুঝছেন? উন্নয়ন করার জন্য, আমাকে ভয় দেখাবে জাফর উল্লাহ বা আজ পর্যন্ত জাফর উল্লাহ ভয় দেখাতে পারে নাই, আর এই চিটার-বাটপার (মোখলেছুর রহমান সুমন) কী দেখাবে? আমারে এইসব বইলেন না। আপনাদের দলের মধ্যে সব দুই নম্বরি করেন, দুই নম্বরি কইরা আপনারা নিজেরা নিজেরা কোন্দল করেন, ঝামেলা করেন, কথা বুঝছেন? এইগুলো আপনাদের ব্যাপার, আপনাকে চিনে ফেলছি, আপনি ভবিষ্যতে আর আমাকে ফোন দেবেন না, রাজনীতির মাঠে দেখা যাবে।’

রাজা বলেন, ‘আমি আপনাকে একটা কথা বলি?’

নিক্সন চৌধুরী বলেন, ‘আপনি জাতীয় নির্বাচনের আগে যত ইনফরমেশন দিয়েছেন, অর্ধেক ভুল দেন অর্ধেক ঠিক দেন। আপনি তাল-বেতাল করে ফেলেন।’

রাজা বলেন, ‘আমি যেটুক দিয়েছিলাম, সেটুক শেষ পর্যন্ত আপনি তো সবই দেখলেন।’

নিক্সন চৌধুরী বলেন, ‘কেন আপনি বলেন নাই? ‘‘জাফর উল্লাহ সাহেব বসে পড়বে? আমাকে কি দেবেন?’’ এসব বলেন নাই? সে তো বসে নাই।’

রাজা বলেন, ‘বসার সব ব্যবস্থা হয়েছিল না? ৪-৫ দিন বন্ধ ছিল না সব কিছু?’

নিক্সন চৌধুরী বলেন, ‘উনি ( জাফর উল্লাহ) অসুস্থ ছিলেন, মুরুব্বি মানুষ।’

রাজা বলেন, ‘না না অসুস্থ ছিল না, বন্ধের জন্য না।’

নিক্সন চৌধুরী বলেন, ‘আপনি বলছিলেন, ‘‘আমি আর মিরন (ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান হাওলাদার মিরন) মামা বসিয়ে দেব।’’ বলেন নাই? কই আপনি তো বসাইতে পারেন নাই?’

রাজা বলেন, ‘হ্যাঁ আমরা বলেছি। ৪-৫ দিন বন্ধ ছিল ওই সময়। বন্ধ না থাকলে আরও এগিয়ে যেত। দেখেন নাই হওয়ার পথে ছিল। লাস্টে তো সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলেছি।’

নিক্সন চৌধুরী বলেন, ‘আপনি আর আমাকে ফোন-টোন দিয়েন না। আপনি আপনার মতো রাজনীতি করেন। আমাকে আমার মতো রাজনীতি করতে দেন। এইগুলা আমার আর দরকার নাই, ঠিক আছে?। এর তিনি ফোন কলটি কেটে দেন।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজার বক্তব্য নিতে একাধিকবার তার মোবাইল ফোনে কল করলে তিনি রিসিভ করেননি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post জিয়াউর রহমান বাকশালের সদস্য হয়েছিলেন, দাবি ওবায়দুল কাদেরের
Next post বাংলাদেশ ব্যাংক কি নিষিদ্ধ পল্লী?
Close