Read Time:4 Minute, 11 Second

সারাবিশ্বের দৃষ্টি এখন মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশে। যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গাজায় ইসরাইলের হামলা বন্ধের দাবিতে ক্যাম্পাসে ‘ক্যাম্প স্থাপন’ করে প্রতিবাদ জানাচ্ছেন এ বিক্ষোভ নিয়ে নানামুখী সমালোচনা থাকলেও শিক্ষর্থীরা বলছেন একমাত্র ইসরাইলের অনৈতিক হামলাই তাদেরকে এ বিক্ষোভে উদ্বুদ্ধ করেছে। খবর আলজাজিরার।

ক্রমবর্ধমান এ বিক্ষোভে কলম্বিয়া এবং হার্ভার্ডসহ দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। এ প্রতিবাদ আন্দোলনের কেন্দ্রে থাকা শিক্ষার্থীরা বলেছেন, গাজায় অমানবিক হামলা বন্ধে ইসরাইলকে প্রয়োজনীয় চাপ দিতেই তারা বিক্ষোভ শুরু করেছেন।

নিউইয়র্ক সিটির দ্য নিউ স্কুলের ছাত্রী রুয়ে বলেন, ‘গাজার কারণেই আজ আমরা এখানে। তাদের কারণেই আমরা আজ বিক্ষোভ করছি।’ তিনি বলেন, নিউ স্কুলের শিক্ষার্থীরা ক্যাম্প করে বিক্ষোভে অংশ নিয়েছে। কারণ, আমরা নিশ্চিত করতে চাই যে, এভাবে প্রতিবাদের মাধ্যমেই আমরা এই গণহত্যার অবসান ঘটাতে পারি।’

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ওপর পুলিশ চড়াও হয়ে গ্রেফতারের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা শুক্রবার তাদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের কাছে দাবির একটি তালিকা দিয়েছে। এ তালিকাতে নানা দাবির মধ্যে রয়েছে, গাজা যুদ্ধ থেকে লাভবান হওয়া বা ইসরাইলি সামরিক বাহিনীকে অস্ত্র ও অন্যান্য সহায়তা দিয়ে থাকে এমন কোম্পানি পরিহার করা, ফিলিস্তিনিদের সমর্থনে কথা বলা শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া বন্ধ করা এবং বিক্ষোভ দমাতে ক্যাম্পাসে পুলিশ বা অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা না পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া।

গাজায় ‘স্কলাস্টিসাইড’ : যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভকারীদের অনেকে বলেছেন, তারা ইসরাইলের প্রতি মার্কিন সরকারের দীর্ঘস্থায়ী একচোখা সমর্থনের কারণে আজ এমন বিক্ষোভ করার অনুপ্রেরণা অনুভব করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরাইলকে ৩৮০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা দিয়ে থাকে। গাজায় হামলার মধ্যেও প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলকে দৃঢ় সমর্থন অব্যাহত রেখেছেন।

বুধবার বাইডেন একটি বিশাল তহবিল প্যাকেজ আইনে স্বাক্ষর করেছেন, যা ইসারাইলকে অতিরিক্ত ১৭০ কোটি মার্কিন ডলার সরবরাহ করবে। যুদ্ধের সময় গাজাজুড়ে ফিলিস্তিনি ছাত্র, শিক্ষক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর ইসরাইলি সামরিক বাহিনীর হামলাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের অনুঘটক হিসাবে কাজ করেছে বলে শিক্ষার্থীরা উল্লেখ করেছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post আ.লীগ নেতাকর্মীদের দেশ ও জনগণের জন্য কাজ করার আহ্বান
Next post শেহবাজ শরীফ যা দেখে, বিএনপি সেটাও দেখে না: ওবায়দুল কাদের
Close