তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান রাজনীতি থেকে অবসর নেয়ার কথা জানিয়েছেন। শুক্রবার (৮ মার্চ) তিনি বলেছেন, মার্চের দেশটির স্থানীয় নির্বাচনই হবে তার শেষ নির্বাচন। খবর এএফপির।
আগামী ৩১ মার্চ তুরস্কে স্থানীয় নির্বাচন। নির্বাচন সামনে করে দলের প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন এরদোয়ান। শুক্রবার (৮ মার্চ) তুরস্কের ঐতিহাসিক ইস্তাম্বুল শহরে প্রচারণা চালান তিনি।
সেখানেই তিনি এমনটি উল্লেখ করেন যে, তিনি আর পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন না। সমর্থকদের উদ্দেশে তুর্কি প্রেসিডেন্ট বলেন, আইন অনুযায়ী আগামী ৩১ মার্চের নির্বাচনই হবে আমার শেষ নির্বাচন।
তার এ কথার মধ্যদিয়ে তার প্রায় তিন দশকের সক্রিয় রাজনৈতিক জীবন শেষ হতে যাচ্ছে। এরদোয়ান গত দুই দশক ধরে প্রথমে প্রধানমন্ত্রী এরপর রাষ্ট্রপ্রধান হিসেবে তুরস্ক শাসন করছেন।
এক সময়ের তুখোড় ফুটবল খেলোয়াড় এরদোগানের রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয় নব্বইয়ের দশকের মাঝামাঝি। ১৯৯৪ সালে তিনি ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হন। মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৯৮ সাল পর্যন্ত।
এরপর এরদোয়ান বর্তমানে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) প্রতিষ্ঠা করেন। ২০০৩ সালে তিনি প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
২০১৪ সালে এরদোয়ান প্রথমবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। গত বছর তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০২৮ সালে তার মেয়াদ শেষ হবে।
উল্লেখ্য, ২০০২ সালে একেপি পার্টি ক্ষমতায় আসার পর থেকে এরদোয়ান একজন অপরাজেয় নেতা হিসেবে খ্যাতি গড়ে তুলেছেন। তবে ২০১৯ সালে ইস্তাম্বুল ও রাজধানী আঙ্কারার মেয়র পদ হারায় তার দল। গত মে মাসে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে গড়িয়েছে।
More Stories
বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেলো স্টারলিংক
স্টারলিংক টেলিকমের আবেদনের পরিপ্রেক্ষিতে রেজিস্ট্রেশন প্রদান করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। পরবর্তী কার্যক্রম হিসেবে (নন-জিওস্টেশনারি অরবিট) লাইসেন্স পেলেই বাংলাদেশে...
ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ধর্মঘটের ডাক
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস নামের একটি গোষ্ঠী। সোমবার...
মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়াল ১৬০০
মিয়ানমারে ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৬৪৪ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ হাজার ৪০৮ জন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন...
চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রোববার
সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে কাল রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সংযুক্ত আরব আমিরাত...
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প, ১৪৪ জনের মৃত্যু
মিয়ানমারে শক্তিশালী জোড়া ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ১৪৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৭৩০ জন। শুক্রবার (২৮ মার্চ)...
পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক নতুন যুগে প্রবেশ করেছে : শেহবাজ শরিফ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর...