দলের জাতীয় সম্মেলন এক সপ্তাহ পিছিয়ে আগামী ৯ মার্চ করার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির রওশন এরশাদপন্থীরা। শনিবার (১০ ফেব্রুয়ারি) গুলশানে নিজের বাসভবনে অনুসারীদের সঙ্গে বৈঠক শেষে সম্মেলনের নতুন দিনক্ষণ নির্ধারণের কথা জানান রওশন এরশাদ। সম্প্রতি তিনি নিজেকে জাপা চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন।
আগামী সম্মেলনকে ‘জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন’ আখ্যা দিয়ে রওশন এরশাদ বলেন, তিনি দলের সব পর্যায়ের নেতার সঙ্গে আলোচনা করেছেন।
প্রাথমিকভাবে ২ মার্চ দশম জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। রমজানের আগে রাজধানীতে নানা আনুষ্ঠানিকতা থাকায় ওই দিনের উপযুক্ত ভেন্যু না পাওয়ায় তারিখ পরিবর্তন করা হয়েছে।
গত ২৮ জানুয়ারি গুলশানে এক মতবিনিময়সভায় জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা দিয়ে বর্তমান চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দেন।
রওশন এরশাদ বলেন, ‘এইচ এম এরশাদের রেখে যাওয়া জাতীয় পার্টির জনপ্রিয়তায় চরম ধস নেমেছে।
পার্টি থেকে এরশাদের নামও প্রায় মুছে ফেলা হয়েছে। পার্টির এই ক্রান্তিকালে দেশের অগণিত এরশাদ পাগল নেতাকর্মীদের দাবির মুখে এসে কঠিন পরিস্থিতিতে আমাকে জাতীয় পার্টি রক্ষা করার জন্য চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।’
রওশনপন্থী জাপার ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মামুনুর রশীদ বলেন, ‘রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে। যাঁরা নানা কারণে পার্টি থেকে বেরিয়ে গিয়েছিলেন তাঁরাও এখন আসার আগ্রহ প্রকাশ করছেন।’
সভায় এইচ এম এরশাদের ছেলে রাহগীর আল মাহি সাদ এরশাদও ছিলেন। এ ছাড়া জি এম কাদেরের নেতৃত্বাধীন জাপা থেকে বাদ ও বহিষ্কৃত নেতারা মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন। তবে দলের সংসদ সদস্য ও অন্য নেতাদের আমন্ত্রণ জানানো হলেও তাঁরা অংশ নেননি।
More Stories
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
নির্বাচিত হলে পুরোনো কাসুন্দি নিয়ে কামড়াকামড়ি করব না: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জনগণ যদি তাদের পবিত্র মূল্যবান ভোট দিয়ে এই জোট, এই ঐক্যকে নির্বাচিত...
এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
নতুন রাজনৈতিক দল ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে...
ধানের শীষের সঙ্গে গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেবেন : তারেক রহমান
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার সঙ্গে সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ-তে রায় দেওয়ার জন্য আহ্বান...
গণভোটের পক্ষে-বিপক্ষে প্রচারণা চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোটকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘হ্যাঁ’ অথবা ‘না’-এর পক্ষে কোনো ধরনের প্রচার-প্রচারণায় অংশ নেওয়া থেকে...
জামায়াত আমাদের ব্যবহার করতে চেয়েছিল: মুফতি রেজাউল করিম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘জামায়াতসহ ৮ দলীয় জোট গঠন করে আমরা এগুচ্ছিলাম। কিন্তু পরবর্তীতে...
