Read Time:2 Minute, 45 Second

বাংলাদেশের অর্থ‌নৈ‌তিক লক্ষ্য অর্জনে সহ‌যো‌গিতা করার বিষ‌য়ে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ ব‌লে জা‌নি‌য়ে‌ছেন দেশ‌টির প্রেসিডেন্ট জো বাই‌ডেন।

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কে লেখা এক চিঠিতে এমন প্রতিশ্রুতির কথা জানান মা‌র্কিন প্রেসি‌ডেন্ট। রোববার সকালে ঢাকার মা‌র্কিন দূতাবাস চি‌ঠি‌টি পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে হস্তান্তর ক‌রে‌ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র রোববার সন্ধ্যায় (সন্ধ্যা ৬টা) বিষয়টি নিশ্চিত করলেও তখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। পরে অবশ্য রাত ৯টার দিকে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়টি জানায় মন্ত্রণালয়।

শেখ হাসিনাকে লেখা চি‌ঠি‌তে মা‌র্কিন প্রেসি‌ডেন্ট লি‌খে‌ছেন, ‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ অংশীদারিত্বের পরবর্তী অধ্যায় শুরু করছি। আমি আমার প্রশাসনের পক্ষ থে‌কে জানাচ্ছি, আমরা আঞ্চ‌লিক ও‌ বৈশ্বিক নিরাপত্তা, অর্থ‌নৈ‌তিক উন্নয়ন, জলবায়ু প‌রিবর্তন, এনা‌র্জি, স্বাস্থ‌্য ব্যবস্থা, মা‌নবিক সহায়তা বি‌শেষ ক‌রে রো‌হিঙ্গা শরণার্থী‌সহ অন্যান্য বিষ‌য়ে একস‌ঙ্গে কাজ কর‌তে আগ্রহী।’

বাইডেন ব‌লেন, ‘আমা‌দের দীর্ঘদি‌নের সাফল‌্যমণ্ডিত ইতিহাস র‌য়ে‌ছে এবং অনেক সমস‌্যা সমাধা‌নে অতীতে একস‌ঙ্গে কাজ ক‌রে‌ছি। দুই দে‌শের জনগ‌ণের বন্ধন আমা‌দের সম্প‌র্কের মূল ভিত্তি।’

বাংলা‌দে‌শের অর্থ‌নৈ‌তিক লক্ষ‌্য অর্জ‌নে সহ‌যো‌গিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা উল্লেখ ক‌রে মা‌র্কিন প্রেসি‌ডেন্ট লি‌খে‌ছেন, ‘বাংলা‌দে‌শের অর্থ‌নৈ‌তিক লক্ষ‌্য অর্জ‌নে সহ‌যো‌গিতার বিষ‌য়ে মা‌র্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রু‌তিবদ্ধ এবং অবাধ ও উন্মুক্ত ইন্দো-প‌্যা‌সি‌ফিক ভিশ‌নের জন্য দেশটির স‌ঙ্গে কাজ কর‌তে চাই।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post সৌদি আরবে গ্রেপ্তার ১৭ হাজার ৮৯৬ প্রবাসী
Next post আমেরিকা–যুক্তরাজ্যে পাল্টা হামলার হুমকি হুথিদের
Close