Read Time:2 Minute, 9 Second

বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া (বিআইএসএসি) তাদের সংগঠনে নতুন নেতৃত্ব নির্বাচন করেছে। ব্যতিক্রমী পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে রাসেল মাহমুদ জুয়েলকে সভাপতি এবং লিংকন আহমেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে তাদের হাতে সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।

সংগঠনের সদস্যরা তাদের পছন্দের দুইজনকে ভোট প্রদানের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করেন। এই আয়োজনে সবচেয়ে বেশি ভোট পেয়ে সভাপতি হয়েছেন রাসেল এবং সাধারণ সম্পাদক হয়েছেন লিংকন। সভাপতি এবং সম্পাদক মিলে সংগঠনের অন্যসদস্যদের মনোনয়ন দিবেন।
এটি ক্যালিফোর্নিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন। গত ২১ জানুয়ারি দেশটির লস এঞ্জেলসের রোজমিট পার্কে ১৬ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা মিলিত হন। সকলের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর মিলনমেলায় পরিণত হয়।
শিক্ষার্থীদের এ আয়োজনের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা, ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন, র‌্যাফেল ড্রসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। হাসি-গান, আনন্দ আর খেলাধুলায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে আড্ডা।
ক্যালিফোর্নিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সম্পর্কের ভিত্তিকে আরও মজবুত করার লক্ষ্যে এ আয়োজন বলে জানান আয়োজকরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post বিজিবি সদস্যের গুলিবিদ্ধ লাশ ফেরত দিলো বিএসএফ
Next post নারায়ণগঞ্জে যারা আছেন তাদের জানা উচিত, আমি শামীম ওসমান
Close