Read Time:2 Minute, 9 Second

সৌদি আরবে এক সপ্তাহে আরও প্রায় ১৮ হাজার ৫৩৮ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির আবাসিক, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘন করায় গত ৪ থেকে ১০ জানুয়ারির মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়। সৌদি প্রেস এজেন্সির বরাতে রবিবার (১৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে দেশটির আবাসিক আইন লঙ্ঘনকারী ১১ হাজার ৪৭ জন। সীমান্ত নিরাপত্তা নিয়ম লঙ্ঘনকারী চার হাজার ২৯৯ জন এবং শ্রম বিধি লঙ্ঘনকারী তিন হাজার ১৯২ জন। এছাড়া আরও ৯ হাজার ৯২৭ জনকে প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, একই সময়ে আবাসন ও শ্রম বিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ৬ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যারা অনুপ্রবেশকারীদের দেশে প্রবেশের সুবিধা দেবে বা তাদের পরিবহন, আশ্রয় বা যে কোনও ধরনের সহায়তা দেবে তাদের সর্বোচ্চ ১৫ বছরের জেল এবং এক মিলিয়ন সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। সেইসঙ্গে পরিবহন এবং বাসস্থান বাজেয়াপ্ত করা হতে পারে।

প্রায় তিন কোটি ৪৮ লাখ জনসংখ্যার দেশ সৌদি আরবে বিপুলসংখ্যক অভিবাসী শ্রমিক রয়েছে। সৌদি গণমাধ্যম নিয়মিতভাবে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারের খবর দিয়ে চলেছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post টাকার হিসাব চান জাপার প্রার্থীরা: লাঙলের পরাজিতদের সভা
Next post জ্বালাও-পোড়াওয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: প্রধানমন্ত্রী
Close