Read Time:2 Minute, 28 Second

আজ রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। দুর্গম এলাকার কেন্দ্রগুলোর ব্যালট পেপারও গতকাল রাতে পৌঁছে গেছে স্ব স্ব কেন্দ্রে। বাকী কেন্দ্রগুলোর ব্যালট পৌঁছেছে আজ ভোরে। ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নওগাঁ-২ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন বন্ধ রাখা হয়েছে। এ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিজয় আগেই নিশ্চিত হলেও সারাদেশে উদ্বেগ-উৎকণ্ঠার কমতি নেই।

নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে বিএনপিসহ ১৬টি দল নির্বাচন বর্জন করে আন্দোলনে রয়েছে। বেশকিছু জায়গায় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ভোট ঠেকাতে হরতাল ডেকেছে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো। বাস-ট্রেনে আগুনে ঘটেছে মানুষের প্রাণহানি। শুক্রবার রাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ১৪টি অগ্নিকান্ডের ঘটনায় বেশকিছু যানবাহন ও স্থাপনা পুড়ে গেছে। এর মধ্যে কয়েকটি ভোটকেন্দ্রও রয়েছে। সব মিলিয়ে জনমনে আতঙ্ক। ভোটের আগেই ঢাকা শহরে সুনসান নীরবতা বিরাজ করছে। নির্বাচনে শঙ্কা-উৎকণ্ঠার পাশাপাশি নির্বাচনী আমেজও রয়েছে। যদিও ভোটারের উপস্থিতি নিয়ে কিছুটা শঙ্কিত ইসি। যে কোন ধরণের নাশকতা মোকাবেলায় ভোটকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
একদিকে বিএনপিসহ সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো এই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। ভোটকে কেন্দ্র করে সারাদেশে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করেছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post এবার ‘সর্বজনীন ভোট বর্জনের’ ডাক বিএনপির
Next post টুলুর কাছে হেরে গেলেন মমতাজ বেগম
Close