Read Time:2 Minute, 13 Second

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে অনুমতি ছাড়া প্রবেশের চেষ্টার ঘটনায় গ্রেফতার সুজন নামের এক ব্যক্তি রিমান্ডে এলোমেলো তথ্য দিয়েছেন। কার পরামর্শে এবং ঠিক কী উদ্দেশ্যে তিনি খালেদা জিয়ার কেবিনে প্রবেশ করতে চেয়েছিলেন, জিজ্ঞাসাবাদে সে সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তিনি যে ক্ষতিকর কোনো উদ্দেশ্য নিয়েই হাসপাতালে প্রবেশ করেছিলেন, প্রাথমিকভাবে তা প্রতীয়মান হয়েছে বলে আদালতকে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুদিনের রিমান্ড শেষে সুজনকে আদালতে হাজির করে পুলিশ। এরপর ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন।

সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দা আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে আটক রাখার আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতকে এসব তথ্য জানান।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সপ্তম তলায় চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। গত শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে সুজন নামের ওই ব্যক্তি হঠাৎ হাসপাতালে প্রবেশ করেন এবং সপ্তম তলার সংরক্ষিত ভিআইপি ওয়ার্ডের চিকিৎসকদের বিশ্রাম কক্ষে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি চান। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে পুলিশ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post পেশিশক্তির উদ্ভব ঘটলে ভোট বন্ধ করে দেবো: সিইসি
Next post নৌকাই দেবে উন্নত-সমৃদ্ধ দেশ: শেখ হাসিনা
Close