Read Time:2 Minute, 34 Second

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধীদল কারা হবে- আওয়ামী লীগের কাছে এটা জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের মনোভাব কেমন ছিল? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘তারা আওয়ামী লীগের প্রতিনিধিদলের বক্তব্য শুনেছেন। বাংলাদেশের বাস্তবতায় এই নির্বাচনটা সাংবিধানিক বাধ্যবাধকতা আছে- বিষয়টি এসেছে। এখানে ২৭টির মতো দল অংশগ্রহণ করেছে, এক হাজার ৮৯৬ জন প্রার্থী প্রতিযোগিতা করছেন। এসব বিষয় তারা পজিটিভলি নিয়েছেন। তারা একটা বিষয় জানতে চেয়েছে, বিরোধীদল করা হবে?’

তিনি বলেন, ‘আসলে বলার চেয়ে তারা আমাদের কথা বেশি শুনতে আগ্রহী ছিলেন। মন্তব্যের ব্যাপারটা তারা ওইভাবে করতে চাননি। আমরা আমাদের বক্তব্য বলেছি। নির্বাচনে আমাদের প্রস্তুতি, বিএনপি আসলো না কেন? এটা বহু আগের জানা কথা, খুব বেশি আলোচনা হয়নি, তারাও জানেন।’

বিরোধীদল কারা হবে, এই প্রসঙ্গে আপনারা কী বলেছেন?- এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচনের ফলাফল বলে দেবে বিরোধীদল কারা হবে।’

তিনি বলেন, ‘আমরা একটা কথা বলেছি যে, নির্বাচনের টার্ন আউট সন্তোষজনক হবে। এ নির্বাচনে মানুষের আগ্রহ আছে। সারাদেশের ভোটারদের মধ্যে যে স্বতঃস্ফূর্ত বিষয় লক্ষ্য করা যাচ্ছে, তাতে টার্ন আউট নিয়ে আমাদের উদ্বেগের কোনো কারণ নেই। পাঁচ বছর পর পর নির্বাচন করা একটা সাংবিধানিক বাধ্যবাধকতা, নির্বাচিত সরকারের কাছে নির্বাচনকালীন সরকার ক্ষমতা হস্তান্তর করবে- এটাই বাধ্যবাধকতা।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post টিআইবি: ১০০ কোটির বেশি সম্পদ রয়েছে ১৮ প্রার্থীর
Next post পেশিশক্তির উদ্ভব ঘটলে ভোট বন্ধ করে দেবো: সিইসি
Close