Read Time:1 Minute, 47 Second

মালয়েশিয়ায় ১৭১ জন অভিবাসী বাংলাদেশি দল বেঁধে হেঁটে যাওয়ার সময় তাদেরকে আটক করেছে দেশটির পুলিশ। অভিবাসীদের গ্রেফতারের একটি ভিডিও গত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

মালয়েশিয়ার পুলিশ ১৭১ বাংলাদেশীকে গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেছে। খবর নিউ স্ট্রেইটস টাইম।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২০ ডিসেম্বর) সকালে বাংলাদেশিদের একটি দলকে তেলুক রামুনিয়া বায়ু দামাইয়ের মোড়ে হাঁটতে দেখা গেছে। ভিডিওটি মানুষের মধ্যে অস্বস্তি ছড়িয়েছে।

গত বুধবার জোহর রাজ্যের কোটা টিংগি জেলার পুলিশ প্রধান ও সুপারিনটেনডেন্ট হুসেন জামোরা বলেন, মালয়েশিয়ার সশস্ত্র বাহিনী (এটিএম) পুলিশে অভিযোগ জানানোর পর আরো তদন্তের জন্য পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ভাইরাল ভিডিওটি গত সপ্তাহে ঘটে যাওয়া ঘটনার।

জামোরা আরো বলেন, তারা চাকরির এজেন্টদের কাছে প্রতারিত হওয়ার পর ১০ কিলোমিটার দূরে অবস্থিত বায়ু দামাই থানায় অভিযোগ দায়ের করতে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তারা ৩ থেকে ৬ মাস ধরে বেকার বলে দাবি করেছেন। তবে তাদের সবার কাছে বৈধ নথি ছিলো।

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post বিভিন্ন প্রতীকে আ. লীগের লোকজনই প্রার্থী হয়েছেন: জিএম কাদের
Next post ২০১৪ ও ১৮ সালে ভোট ডাকাতি করেছি, আ.লীগ নেতার বক্তব্য ভাইরাল
Close