Read Time:1 Minute, 31 Second

দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ গ্রহণের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। রোববার (১৭ ডিসেম্বর) বিকালে বনানীর জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, আমরা নির্বাচনে অংশ গ্রহণ করার দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচনের পরিবেশ সন্তোষজনক।মো. মুজিবুল হক চুন্নু বলেন, ৭ জানুয়ারির নির্বাচন করার জন্য আমরা আসছি। আমরা নির্বাচনী পরিবেশ পরিস্থিতির জন্য অপেক্ষা করছিলাম।

এর আগে তিনি বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে আমাদের আনুষ্ঠানিক ও অ-আনুষ্ঠানিক আলোচনা হয়েছে। নির্বাচন কেন্দ্রিক নানা বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। আমরা আমাদের দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা করে নির্বাচনে যাওয়ার এ সিদ্ধান্ত নিয়েছি ।

মুজিবুল হক চুন্নু আরো বলেন, আমরা ২৮৩টি আসনে নির্বাচন করবো। বেশ কয়েকটি আসনে সমঝোতা নিয়ে আলোচনা চলছে। সমঝোতা হলে আপনাদের জানিয়ে দিবো।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post জাপা ও শরিকদের জন্য ৩২ আসন ছাড়লো আ. লীগ
Next post মানুষ ভোট দিয়ে জাতীয় পার্টির অবিচারের জবাব দেবে: রাঙ্গা
Close