Read Time:1 Minute, 50 Second

হামাসকে ধ্বংস করতে ইসরায়েলের ১০ বছর যুদ্ধ করতে হবে। শনিবার (০২ ডিসেম্বর) গাজায় যুদ্ধবিরতি শেষে আবার ইসরায়েলি আক্রমণে উদ্বিগ্ন হয়ে এ কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। একটি নতুন যুদ্ধবিরতি শুরু করার প্রচেষ্টায় তিনি কাতার যাচ্ছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
হামাসের প্রতি লক্ষ্য স্পষ্ট করার আহ্বান জানিয়ে ইসরায়েলকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, হামাসের সম্পূর্ণরুপে ধ্বংস করতে ইসরায়েলকে অন্তত ১০ বছর যুদ্ধ করতে হবে।
ম্যাক্রোঁ আরও বলেন, গাজায় ইসরায়েলের কোনও স্থায়ী নিরাপত্তা নেই। যদি নিরাপদ করতে হয় ফিলিস্তিনিদের জীবনের বিনিময়ে করতে হবে।
এর আগে দুবাইয়ে অনুষ্ঠিত জাতিসংঘের কপ-২৮ জলবায়ু সম্মেলনের এক সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, অবরুদ্ধ গাজায় দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি এবং সব জিম্মিদের মুক্ত করার জন্য দ্বিগুণ কাজ করতে হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল-হামাসের সাতদিনের ক্ষণস্থায়ী যুদ্ধবিরতি গত শুক্রবার শেষ হয়েছে। গাজায় আবার বোমা হামলা করেছে ইসরায়েল। যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে বাড়াতে ব্যর্থ হয়েছে মধ্যস্থতাকারীরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ইইউর নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক
Next post আচরণবিধি লঙ্ঘন: শামীম ওসমানকে শোকজ
Close