Read Time:1 Minute, 42 Second

ভারত সরকার বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। শুক্রবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘গোটা বিশ্ব যখন বাংলাদেশের ভোটাধিকারবঞ্চিত ও গণতন্ত্রকামী মানুষের পক্ষে সরব, তখন ১৫ বছর ধরে ক্ষমতা দখল করে থাকা আওয়ামী লীগের পক্ষে বক্তব্য-বিবৃতি দিচ্ছে রাশিয়া, চীন ও ভারত। রাশিয়া-চীনে গণতন্ত্র নেই। তবে প্রতিবেশী ভারতে গণতন্ত্রের ঐতিহ্য আছে। সেই ভারত সরকার সরাসরি একটি অগণতান্ত্রিক সরকারের পক্ষে অবস্থান নিয়েছে; যা অতীব দুঃখজনক।’

রিজভী আরও বলেন, ‘ভারতের সমর্থন-শক্তিতে আওয়ামী লীগ দেশটাকে গিলে ফেলেছে। ১৫ বছর ধরে কেউ ভোট দিতে পারছে না, লাখো মানুষ কারাবন্দি, কোটি মানুষ ঘরে থাকতে পারে না।’

রুহুল কবির রিজভী বলেন, ‘আওয়ামী লীগ সরকারের প্রতি ভারতের দৃঢ় সমর্থন দলটিকে মানবাধিকার লঙ্ঘন করতে এবং মানবাধিকারকর্মীদের জেলে নিতে উৎসাহিত করেছে। যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরের নিশ্চয়তা দিয়ে থাকে সেগুলোকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post সবার কাছে স্বীকৃতি পাবে এমন নির্বাচন দেখতে চায় জাতিসংঘ
Next post ইইউর নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক
Close