ঢাকায় গত মাসে সরকারবিরোধী সমাবেশের পরিকল্পনায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যুক্ত ছিলেন বলে অভিযোগ তুলেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের দিকে ইঙ্গিত করে এ অভিযোগ তোলা হয়েছে।
মারিয়া জাখারোভা মস্কোতে তার দপ্তরে সাম্প্রতিক ব্রিফিংয়ে বলেন, ‘অক্টোবরের শেষদিকে, বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সরকারবিরোধী সমাবেশ আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে স্থানীয় বিরোধীদলের একজন সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেন। ’
এই ধরনের কর্মকাণ্ড অভ্যন্তরীণ বিষয়ে স্থূল হস্তক্ষেপের চেয়ে কম কিছু নয় বলে উল্লেখ করেন রাশিয়ান সরকারের এ মুখপাত্র।
গত বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশে রাশিয়ান দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে মারিয়া জাখারোভার এই বক্তব্য প্রকাশ করা হয়।
বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোলের মধ্যে আলোচনায় আছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। নির্বাচনের তফসিল ঘোষণার বেশ কিছু দিন আগে থেকে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছিলেন।
রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না বলে আসছে। অন্যদিকে সরকারি দল আওয়ামী লীগ সংবিধান অনুযায়ীই নির্বাচন কমিশনের অধীনে ভোট আয়োজনের কথা জানিয়ে আসছে।
এই অবস্থায় নির্বাচন আয়োজন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার আহ্বান জানিয়ে আসছিলেন পিটার হাস।
এই সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত ২৮ অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশের আয়োজন করে বিএনপি। যদিও সহিংসতার কারণে সেই সমাবেশ পণ্ড হয়ে যায়।
ওই সমাবেশের আগে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করেন। বৈঠকের পর মন্ত্রী বলেন, রাষ্ট্রদূত তাকে জিজ্ঞাসা করেছিলেন, সমাবেশের সময় সরকার ঢাকার সড়ক ও প্রবেশপথ বন্ধ করবে কিনা। যদিও পরে মার্কিন দূতাবাস স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য অস্বীকার করে জানায়, এ ধরনের আলাপ হয়নি।
রাশিয়া এর আগেও বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অভিযোগ তুলে এ ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছিল।
More Stories
ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদির
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান জানিয়েছেন, ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের যে কোনো প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন তারা। শুক্রবার...
বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেলো স্টারলিংক
স্টারলিংক টেলিকমের আবেদনের পরিপ্রেক্ষিতে রেজিস্ট্রেশন প্রদান করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। পরবর্তী কার্যক্রম হিসেবে (নন-জিওস্টেশনারি অরবিট) লাইসেন্স পেলেই বাংলাদেশে...
ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ধর্মঘটের ডাক
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস নামের একটি গোষ্ঠী। সোমবার...
মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়াল ১৬০০
মিয়ানমারে ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৬৪৪ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ হাজার ৪০৮ জন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন...
চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রোববার
সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে কাল রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সংযুক্ত আরব আমিরাত...
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প, ১৪৪ জনের মৃত্যু
মিয়ানমারে শক্তিশালী জোড়া ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ১৪৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৭৩০ জন। শুক্রবার (২৮ মার্চ)...