দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রির চার দিনে রেকর্ড প্রায় ১৭ কোটি টাকা আয় করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মঙ্গলবার এই কার্যক্রম শেষ হয়েছে। গত শনিবার শুরু হওয়া এই কার্যক্রমে ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে অনলাইনে ১২১ জন ফরম কিনেছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান।
দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা। এতে সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম দিনে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের মনোনয়ন চূড়ান্ত করা হতে পারে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর।
এবার আওয়ামী লীগের হয়ে প্রতিটি আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১১ জন করে। মনোনয়ন ফরম বিক্রি থেকে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা; যা অন্য যেকোনো সময়ে মনোনয়ন ফরম বিক্রি থেকে আসা আয়ের চেয়ে বেশি। এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম ৩০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। ফলে আয়ও বেশি হয়েছে।
এর আগে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ৪ হাজার ১০০-এর বেশি মনোনয়ন ফরম বিক্রি করে ১২ কোটি ৩২ লাখ টাকার বেশি আয় করেছিল। সে হিসাবে এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম আগের বারের চেয়ে ৬৬১টি কম বিক্রি হয়েছে।
এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ক্রিকেট দলের অধিনায়ক, সিনেমার তারকা, সাবেক আমলা, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি), বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাষ্ট্রপতির পুত্র, সংবাদপত্রের সম্পাদক, সাংবাদিক, ব্যবসায়ী, ফেসবুক সেলিব্রেটিরা।
More Stories
আনন্দবাজারের রিপোর্ট: নব্য আওয়ামী লীগের প্রস্তুতি, নেতৃত্বে থাকবেন না শেখ হাসিনা?
নতুন কৌশল। আওয়ামী লীগ থাকবে, নেতৃত্বে শেখ হাসিনা থাকবেন না। তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নেতারাও বাদ যাবেন। আওয়ামী লীগের পরিচিত...
যে যাই বলুক নির্বাচন জুন অতিক্রম করবে না: আইন উপদেষ্টা
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত...
প্রধান উপদেষ্টাকে দেওয়া বিএনপির চিঠিতে কী আছে
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একটি চিঠি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়...
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস
২০২৫ সালে টাইম ম্যাগাজিনের ১০০ জন শীর্ষ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ...
কবি রফিক আজাদের বাড়ি ভেঙে ফেলার ঘটনায় যা বলছে গৃহায়ন কর্তৃপক্ষ
‘ভাত দে হারামজাদা/তা না হলে মানচিত্র খাবো’- জনপ্রিয় এই পঙক্তির স্রষ্টা, একুশে পদকপ্রাপ্ত প্রয়াত কবি ও বীরমুক্তিযোদ্ধা রফিক আজাদের স্মৃতিবিজড়িত...
লন্ডনে তারেক রহমানের বাসায় গিয়েছিলেন জামায়াত আমির!
জামায়াতে ইসলামী নেতাদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনে সাক্ষাৎ হয়েছে। তাদের মধ্যে কী আলোচনা হয়েছে তা...