ইউপিআর সম্মেলনে যোগ দেওয়া ১১১টির মধ্যে ৯০টি দেশ মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা শেষে বাংলাদেশকে সমর্থন করেছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ ছাড়া, সভায় উত্থাপিত প্রশ্নের উত্তরে খালেদা জিয়ার বিষয়ে বাস্তবতাকে তুলে ধরে পরিস্থিতি ব্যাখ্যা করা হয়েছে বলেও জানান তিনি।
সোমবার (১৩ নভেম্বর) জেনেভায় ইউপিআরে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা শেষে ভার্চুয়ালি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, পর্যালোচনা সভায় বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরা হয়েছে। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়টিতেও সরকারের অবস্থান তুলে ধরা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তাগিদ এসেছে। সভায় বেশ কিছু সুপারিশ এসেছে, সেগুলো পরে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচন প্রসঙ্গে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে বলা হয়েছে। সংলাপের বিষয়ে কোনও কথা আসেনি। এ ছাড়া, বেশকিছু দেশের পক্ষ হতে শ্রমিক অধিকার, নির্বাচন, নারী নির্যাতনসহ বেশ কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছিল, সেগুলোর জবাবে দেওয়া হয়েছে।
সভায় জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন ইত্যাদি বিষয়ে প্রায় ৯০ শতাংশ দেশ বাংলাদেশের অবস্থান নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন বলেও জানান মন্ত্রী।
এ ছাড়া গুম, খুন বিষয়ে করা প্রশ্নেরও যথাযথ ব্যাখ্যা করা হয়েছে। মন্ত্রী জানান, এরপরে সভায় আর কেউ কোনও প্রশ্ন করেননি। সভায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিষয়েও প্রশ্ন এসেছে। সাইবার নিরাপত্তা আইন প্রণয়নের মাধ্যমে সেটির পরিবর্তন আনার খবরটিও সভায় জানানো হয়েছে।
জেনেভায় অনুষ্ঠিত সভার ফলাফল হিসেবে সন্তুষ্টি নিয়ে সরকার কম চাপ অনুভব করছে কি না- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, আমরা আগামীর বাংলাদেশকে আরও ভালো অবস্থানে দেখতে চাই। এজন্য নিজেদের প্রস্তুত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। এমনকি, যেসব দেশ ইউপিআর-এ বিভিন্ন সময়ে শঙ্কা প্রকাশ করে আসে, এক্ষেত্রে বাংলাদেশ তাদের থেকে নিরাপদ অবস্থানে রয়েছে।
More Stories
আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ-২৯) যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর)...
বাংলাদেশিসহ ৮ অভিবাসীকে এবার আলবেনিয়ায় পাঠালো ইতালি
নৌবাহিনীর একটি জাহাজে করে অনিয়মিত অভিবাসীদের দ্বিতীয় একটি দলকে আলবেনিয়া পাঠিয়েছে ইতালি। দলটিতে বাংলাদেশ ও মিশরীয় আট অভিবাসী রয়েছেন। শুক্রবার...
ক্যালিফোর্নিয়া বিএনপি’র উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
ক্যালিফোর্নিয়ায় জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষে স্হানীয় ক্যালিফোর্নিয়া...
সুইজারল্যান্ডে আ. লীগ কর্মীদের হাতে হেনস্তার শিকার আসিফ নজরুল
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডে আওয়ামী লীগের কর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন। সামাজিক...
শেখ হাসিনার বিরুদ্ধে এবার আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা
ছাত্রজনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই আওয়ামী লীগ সভাপতিসহ তার...
‘বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক পার্টি অব ক্যালিফোর্নিয়া’র নির্বাচনী ক্যাম্পেইন ২০২৪
শামসুল আরিফীন বাবলু: প্রবাস ডেস্ক, লসএঞ্জেলেস, যুক্তরাস্ট্র। যুক্তরাস্ট্রে প্রতি চার বছর পর পর প্রেসিডেন্ট নির্বাচন বা সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয়।...